আইএসএলে (ISL) গোলের বন্যা করা এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা (Roy Krishna) এ বার মজেছেন মাছ ধরায় (fishing)। ফিজির স্ট্রাইকারের বরাবরের শখ মাছ ধরা। সময় ও সুযোগ দুটো পেলেই হাতছাড়া করেন না রয়। এ বার সেই শখের কথা নিজেই জানালেন সবুজ-মেরুন শিবিরের তারকা ফুটবলার। পেল্লাই সাইজের মাছ ধরেছেন রয়। তার ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।