জোট ভেঙে চুরমার, সুপার লিগ আপাতত স্থগিত

Apr 22, 2021 | 6:22 PM

সুপার লিগের (European Super League) আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে এ নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছিল। সমর্থক থেকে প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক মহল থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

জোট ভেঙে চুরমার, সুপার লিগ আপাতত স্থগিত
সৌজন্যে-টুইটার

Follow Us

লন্ডন: ১২ টিমের মধ্যে ৮ টিম নাম তুলে নেওয়ায় ইউরোপিয়ান সুপার লিগের (European Super League) ভাবনা কার্যত বিশ বাঁও জলে। ইংল্যান্ডের ছয় ক্লাব মঙ্গলবারই চাপের সামনে নতিস্বীকার করে নাম প্রত্যাহার করে নিয়েছে। বুধবার সেই মিছিলে নাম লিখিয়েছে ইতালির ইন্তার মিলান ও স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ। সুপার লিগের জোটে এখন টিকে রয়েছে চার ক্লাব— বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও এসি মিলান। যদিও এসি মিলান নাম তুলে নেওয়ার কথা ভাবনা চিন্তা করতে শুরু করেছে।

সুপার লিগের (Super League) জোট যে ব্যাপক চাপে পড়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। জুভেন্তাসের চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনিলি এই পরিস্থিতিতে সময় চেয়েছেন নিজেদের গোছানোর জন্য। তবে এক বিবৃতিতে এসি মিলান স্পষ্ট করে দিয়েছে তাদের ভাবনা। ‘সারা বিশ্ব জুড়ে সুপার লিগ নিয়ে সমর্থকরা যে ভাবনা ও মতামত পোষণ করছে, তা অস্বীকার করার উপায় নেই। এসি মিলানও কিন্তু এই স্পর্শকাতর ব্যাপারটা এড়িয়ে যেতে পারছে না।’

আরও পড়ুন: নাটকীয় মোড়, সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের ৬ ক্লাব

সুপার লিগ যে আপাতত স্থগিত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস যা নিয়ে বলছেন, ‘আপাতত প্রজেক্ট স্থগিত। তবে আমাদের থেমে গেলে চলবে না। এ নিয়ে কাজ চালিয়ে যাব। আমি নিশ্চিত, সুপার লিগের প্রজেক্ট যদি কাজ না করে, এই রকম কোনও একটা উঠে আসবে।’

জুভেন্তাসের চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনিলিও সুপার লিগ নিয়ে এখনও আশায় আছেন। তাঁর কথায়, ‘সুপার লিগ যে অত্যন্ত ভালো একটা প্রজেক্ট ছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই।’

সুপার লিগের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে এ নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছিল। সমর্থক থেকে প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক মহল থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে। ইংল্যান্ডের ছয় ক্লাব জোট থেকে সরে দাঁড়ানোয় প্রতিক্রিয়া দিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনও। ‘সমর্থকদের দিক থেকে দেখলে এটা সঠিক সিদ্ধান্ত। দেশের সেরা খেলা যাতে আরও বেশি ঝলমলে হয়ে ওঠে, সে দিকে নজর রাখতে হবে আমাদের।

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: আইপিএলের পনেরো ম্যাচের পর পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?

Next Article