কলকাতায় (Kolkata) ফুটবল (football) প্রেমীর অভাব নেই। কলকাতার ফুটবলপ্রেমীরা বিদেশি ফুটবলের সমর্থকও। কলকাতায় আর্সেনাল (Arsenal) ফুটবল ক্লাবের সমর্থকেরা (Arsenal supporters) সারা বছর একসঙ্গে বসে প্রিয় দলের খেলা দেখে। পাশাপাশি তারা প্রতি বছর ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করে। এই টুর্নামেন্টের উদ্যোক্তা আর্সেনাল বেঙ্গল সাপোটার্স ক্লাব।