AFC Cup: দুপুরে ম্যাচ দেওয়ায় তীব্র আপত্তি, ম্যাচের সময় পাল্টানোর আবেদন জানাবে এটিকে মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 24, 2022 | 8:55 AM

এএফসি প্রাক-যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসি-কে ৫-০ গোলে চূর্ণ করে সবুজ মেরুন ব্রিগেড। প্লে অফে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে মূলপর্বে ওঠে এটিকে মোহনবাগান।

AFC Cup: দুপুরে ম্যাচ দেওয়ায় তীব্র আপত্তি, ম্যাচের সময় পাল্টানোর আবেদন জানাবে এটিকে মোহনবাগান
নতুন লড়াইয়ের প্রস্তুতি শুরু বাগানে।
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: এএফসি কাপের (AFC Cup) মূলপর্বে আগেই উঠে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৮ ই মে থেকে শুরু এফসি কাপের মূল পর্বের খেলা। হুগো বোমাস, ডেভিড উইলিয়ামসদের (David Williams) প্রথম দুটো ম্যাচই শুরু দুপুর ২টো থেকে। চড়া গরমে দুপুরবেলায় ম্যাচ। তীব্র আপত্তি সবুজ-মেরুনের। এএফসির কাছে ম্যাচের সময়সীমা পাল্টানোর আবেদন জানাবে এটিকে মোহনবাগান। ১৮ তারিখ সবুজ-মেরুনের ম্যাচ গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে। ২১ তারিখ মোহনবাগান খেলবে বাংলাদেশের বসুন্ধরা এফসির বিরুদ্ধে। এই দুটো ম্যাচই শুরু দুপুর ২টোয়। খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) ২৪ তারিখ মোহনবাগান খেলবে মলদ্বীপের মেজিয়া স্পোর্টসের বিরুদ্ধে। ওই ম্যাচ শুরু সন্ধে ৬টায়।

 

 

এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত (Debasish Dutta) বলেন, ‘মে মাসের চড়া রোদে দুপুর ২টোয় বিজ্ঞানসম্মত ভাবে কখনওই ভালো ফুটবল ম্যাচ হওয়া সম্ভব নয়। দর্শকরাও সে ভাবে মাঠে আসতে পারবেন না। শুক্রবারই সূচি প্রকাশ হয়েছে। আমরা এএফসির কাছে জানাব যাতে সন্ধের দিকে ম্যাচ দেওয়া হয়।’

এএফসি প্রাক-যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এসসি-কে ৫-০ গোলে চূর্ণ করে সবুজ মেরুন ব্রিগেড। প্লে অফে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে মূলপর্বে ওঠে এটিকে মোহনবাগান।

 

 

 

আরও পড়ুন : Mohun Bagan: ১৫ দিনের মধ্যেই মোহনবাগানে নতুন সভাপতি

Next Article