ISL 2021-22: মুম্বই ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই কৃষ্ণাদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2021 | 9:41 AM

চলতি লিগে জামশেদপুর এফসি এখনও পর্যন্ত একটা ম্যাচ হারেনি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট জামশেদপুরের। স্টুয়ার্টদের বিরুদ্ধে কৃষ্ণাদের লড়াইটা সহজ হবে না, তা মোক্ষম বুঝছেন হাবাস।

ISL 2021-22: মুম্বই ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই কৃষ্ণাদের
ISL 2021-22: মুম্বই ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই কৃষ্ণাদের

Follow Us

ব্যাম্বোলিম: ডার্বিতে বড় জয়ের পরই মুম্বইয়ের (Mumbai City FC) কাছে ১-৫ গোলে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। আইএসএলের (ISL) ফেভারিট রয় কৃষ্ণাদের এই বড় হার মেনে নিতে পারেননি সবুজ-মেরুন সর্মথকরা। লজ্জার হার কাটিয়ে জয় ফিরতে মরিয়া হাবাস ব্রিগেড।

গত ম্যাচে রক্ষণের ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকে। জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে ঘর গুছিয়ে আক্রমণের লক্ষ্য বাগানের স্প্যানিশ কোচের। রক্ষণ মেরামতিতে বিশেষ নজর দিয়েছেন হাবাস (Antonio Habas)। মুম্বইয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখায় আজ জামশেদপুরের বিরুদ্ধে নেই দীপক টাংরি। এটিকে মোহনবাগানের স্বস্তি, চোট সারিয়ে এখন অনেকটাই ফিট ডিফেন্ডার তিরি। জামশেদপুরের বিরুদ্ধে ২০ জনের দলে থাকবেন তিনি। কোচ হাবাস নিজেই জানিয়েছেন সেই কথা। স্টুয়ার্ট-ভালস্কিসদের বিরুদ্ধে দলের ফর্মেশনে বদল আনতে পারেন স্প্যানিশ কোচ।

মুম্বই ম্যাচের বড় হার এখনও মেনে নিতে পারেননি এটিকে মোহনবাগান কোচ। খারাপ রেফারিংকে কাঠগড়ায় তোলেন হাবাস। তবে একই সঙ্গে স্বীকার করে নেন, ‘লিগের লম্বা দৌড়ে এ রকম এক-আধটা বিপর্যয় হতেই পারে।’

চলতি লিগে জামশেদপুর এফসি এখনও পর্যন্ত একটা ম্যাচ হারেনি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট জামশেদপুরের। স্টুয়ার্টদের বিরুদ্ধে কৃষ্ণাদের লড়াইটা সহজ হবে না, তা মোক্ষম বুঝছেন হাবাস। মুম্বই ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে জামশেদপুর ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে তৈরি বোমাস-কাউকোরা।

আরও পড়ুন: IND vs NZ 2nd Test Day 4 Live: ৫ উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়ার জয় শুধু সময়ের অপেক্ষা

Next Article