IND vs NZ 2nd Test Day 4 Highlights: চতুর্থ দিন সকালেই কিউয়ি বধ ভারতের, ৩৭২ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার

| Edited By: | Updated on: Dec 06, 2021 | 10:38 AM

India vs New Zealand 2nd Test Day 4 Live Score: মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 2nd Test Day 4 Highlights: চতুর্থ দিন সকালেই কিউয়ি বধ ভারতের, ৩৭২ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার
মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি কোহলি-ল্যাথাম

মুম্বই: কানপুর টেস্ট ড্র হওয়ার পর এ বার মুম্বই টেস্টের একটা ফয়সলা হল। ওয়াংখেড়েতে আজ চতুর্থ দিনের খেলা ছিল। মাত্র ৪৫ মিনিটেই কিউয়িদের খেল খতম করে দিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে অলআউট করেছিলেন একজন মাত্র কিউয়ি বোলার। আজাজ প্যাটেল। একইসঙ্গে এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

মুম্বইতে দ্বিতীয় দিন ৩২৫ রানে ভারত অলআউট হওয়ার পর মাঠে নামে কিউয়িরা। অশ্বিন-সিরাজ-অক্ষরদের দাপটে ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৪ উইকেট অশ্বিনের। ৩টি উইকেট নিলেন সিরাজ। ২ টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পেয়েছেন জয়ন্ত যাদব। ৫ ওভার বল করেছিলেন উমেশ যাদব। কিন্তু তিনি কোনও উইকেট পাননি।

ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল এবং ৩টি উইকেট নিয়েছেন রচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৫০ রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল (৬২)। চেতেশ্বর পূজারা ও শুভমন গিল হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছেড়েছিলেন। দু’জনই ব্যাক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন ১৪০ রান তোলে। চতুর্থ দিন শুরু থেকেই কিউয়িদের ওপর চাপ তৈরি করতে থাকে ভারতীয় বোলাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে বিপক্ষকে রীতিমতো চাপে ফেলতে থাকেন জয়ন্ত যাদব। মুম্বই টেস্টের চতুর্থ দিন এক ঘণ্টাও ব্যাট করতে পারল না ব্ল্যাকক্যাপসরা। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ৩৭২ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও পকেটে পুরল টিম ইন্ডিয়া। জয় দিয়েই শুরু হল দ্রাবিড়-কোহলি যুগের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Dec 2021 10:15 AM (IST)

    ম্যাচ ও সিরিজ জয় টিম ইন্ডিয়ার

    চতুর্থ দিন এক ঘণ্টাও খেলতে পারল না কিউয়িরা। ৩৭২ রানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ মুঠোয় ভরল বিরাটের ভারত।

  • 06 Dec 2021 10:12 AM (IST)

    উইলিয়াম আউট

    জয়ন্ত যাদবের চতুর্থ শিকার হলেন উইলিয়াম। ভারতের ম্যাচ ও সিরিজ জিততে চাই আর মাত্র একটি উইকেট।

  • 06 Dec 2021 10:07 AM (IST)

    ৫৫ ওভারে নিউজিল্যান্ড ১৬৭/৮

    ৫৫ ওভারে কিউয়িদের স্কোর ৮ উইকেটে ১৬৭। ৩৭৩ রানে পিছিয়ে কিউয়িরা। ভারতের ম্যাচ জিততে চাই আর মাত্র ২ উইকেট।

  • 06 Dec 2021 10:01 AM (IST)

    সাউদি আউট

    কাইল জেমিসনকে ফেরানোর পরেই টিম সাউদির উইকেট তুলে নিলেন জয়ন্ত যাদব। পরপর দুই উইকেট হারিয়ে বসল কিউয়িরা।

  • 06 Dec 2021 09:59 AM (IST)

    জেমিসন আউট

    রচিন রবীন্দ্রর পর কাইল জেমিসনের উইকেটও তুলে নিলেন জয়ন্ত যাদব। সাত নম্বর উইকেট হারাল কিউয়িরা।

  • 06 Dec 2021 09:51 AM (IST)

    রচিন আউট

    রচিন রবীন্দ্রকে ফিরিয়ে কিউয়িদের ষষ্ঠ ধাক্কা দিলেন জয়ন্ত যাদব। ১৮ রান করে সাজঘরে ফিরে গেলেন রচিন।

  • 06 Dec 2021 09:44 AM (IST)

    ৫০ ওভারে নিউজিল্যান্ড ১৫০/৫

    চতুর্থ দিনের খেলা চলছে। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ১৫০ রান।

  • 06 Dec 2021 09:32 AM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    মুম্বই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শুরু। ক্রিজে রচিন রবীন্দ্র ও হেনরি নিকোলাস।

  • 06 Dec 2021 09:30 AM (IST)

    এই হাসি থাক অমলিন

    মুম্বই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে হাসিমুখে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।

  • 06 Dec 2021 09:21 AM (IST)

    অশ্বিনদের শেষ বেলার প্রস্তুতি

    মুম্বই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন অশ্বিন-সিরাজরা

  • 06 Dec 2021 09:15 AM (IST)

    চতুর্থ দিনের খেলার আগে টিম ইন্ডিয়ার টিম টক

    আর কিছুক্ষণ পরই শুরু হবে মুম্বই টেস্টের চতুর্থ দিনের খেলা।

Published On - Dec 06,2021 9:10 AM

Follow Us: