ফাতোরদা: আন্তোনিও হাবাস (Antonio Habas) পদত্যাগ করার পর এই প্রথম মাঠে নামছেন রয় কৃষ্ণারা (Roy Krishna)। দলের অন্দরের পরিবেশ একেবারেই ভালো নেই। টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি রয় কৃষ্ণারা। টানা ব্যর্থতার জেরে ইস্তফা দিয়েছেন হাবাস। বাগানের কোচের দায়িত্বে এসেছেন হুয়ান ফেরান্দো (Juan Ferando)। ৪০ বছরের ফেরান্দো এফসি গোয়ার কোচের দায়িত্বে ছিলেন। আজ বেঞ্চেও থাকছেন তিনি। নতুন কোচের অভিষেকে ভালো শুরুর অপেক্ষায় সবুজ-মেরুন। আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (NEUFC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
একটা জয়ই পাল্টে দিতে পারে দলের মনোভাব। বেঙ্গালুরু এফসির (BFC) বিরুদ্ধে গত ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেননি তিরিরা। রক্ষণের ভুলে প্রতি ম্যাচেই ডুবতে হচ্ছে। বড় ম্যাচের পর আচমকাই ছন্দ হারিয়ে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে এটিকে মোহনবাগান। খালিদের নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে প্লে অফের রাস্তা আরও কঠিন হবে।
Fully focused on our upcoming test ?#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL pic.twitter.com/dt3fYfMirj
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 19, 2021
এটিকে মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় (Bastab Roy) মুখে বলছেন, হাবাসের চলে যাওয়া ফুটবলারদের খেলায় প্রভাব ফেলবে না। অন্তর্বর্তী কোচ মানুয়েল কাসকালানা হাবাসেরই শিষ্য। তাই তাঁর স্ট্র্যাটেজিকে মেনেই দল সাজানোর ভাবনা রয়েছে কাসকালানার। গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) হারানোয় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ফ্লোটম্যান, কৌরিয়রদের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না। সবুজ-মেরুনের আক্রমণ ভাগ গত ম্যাচে ক্লিক করলেও, রক্ষণ ভাগ এখনও ছন্দে ফিরতে পারেনি। এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এটিকে মোহনবাগান শিবিরে। টিম কম্বিনেশনেও বদল আনার ভাবনা সবুজ-মেরুন শিবিরের। আজ শুরু থেকে কার্ল ম্যাকহিউকে খেলাতে পারেন কাসকালানা-বাস্তবরা।