বুয়েনস আইরেস: কিছু দিন আগেই খবরের শিরোনামে এসেছিল, নিলামে উঠতে চলেছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার বাড়ি-গাড়ি। তাঁর ব্যবহৃত প্রায় ৯০ টি জিনিস নিলামে তোলা হয়েছিল। নিলামের আয়োজকরা আশা করেছিলেন, রবিবার বুয়েনস আইরেসের ভিলা ডেভোতো কেনার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন অনলাইন নিলামে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু তেমনটা হল না। মারাদোনার একাধিক মূল্যবান জিনিস নিলামে বিক্রি না হওয়ার জন্য নিলামের দিন বাড়াতে বাধ্য হল আয়োজকরা।
ক্রেতার অভাবের জন্যই অবিক্রিত থেকে গিয়েছে মারাদোনার যে বহু মূল্যবান জিনিসগুলি তার মধ্যে রয়েছে, তাঁর দুটি বিএমডব্লিউ, সমুদ্রের কাছে থাকা একটি অ্যাপার্টমেন্ট এবং বুয়েনস আইরেসে তিনি তাঁর মা-বাবাকে যে বাড়িটি দিয়েছিলেন।
তিন ঘণ্টায় ওই নিলামটি হয়েছিল। সেই নিলাম থেকে এসেছে ২৬ হাজার ডলার। প্রায় ১.৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যবান দ্রব্য নিলামে বিক্রি হয়নি। এই নিলামে সব থেকে বেশি দাম ওঠে শিল্পী লু সেদোভার আঁকা মারাদোনার একটি ছবির। ২,১৫০ ডলারে সেটি বিক্রি হয়েছে। এবং দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে ফিদেল কাস্ত্রোর সঙ্গে মারাদোনার একখানা ছবি।
‘টেন অকশন’ আশানুরুপ ফল দিতে পারেনি। নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেছেন, “সময়সীমার মধ্যে রেজিস্টার করতে না পেরে এবং জাতীয় ও আন্তর্জাতিক দরদাতার সংখ্যার কারণে বিডের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অবশিষ্ট জিনিসগুলি কেনার জন্য নতুন বিডাররা রেজিস্টার করতে আরও ১০ দিন সময় পাবে। এই নিলামের আয়োজকরা জানিয়েছেন যে লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং দুবাই জুড়ে নিলামে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: India Tour of South Africa: বিরাটদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন নর্টজে