জয়ে ফিরে শীর্ষে ওঠার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে

sushovan mukherjee |

Dec 16, 2020 | 12:20 PM

৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৩ নম্বরে এটিকে মোহনবাগান। ৫ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে ৬ নম্বরে আছে এফসি গোয়া।

জয়ে ফিরে শীর্ষে ওঠার হাতছানি এটিকে মোহনবাগানের সামনে
এটিকে মোহনবাগানের জয়ে ফেরার লড়াই। ছবি-এটিকে মোহনবাগান টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: আইএসএলে(ISL) এটিকে মোহনবাগানের(ATK MOHUNBAGAN) জয়ে ফেরার লড়াই। বুধবার ফতোরদায় হাবাসের দলের সামনে এফ সি গোয়া(FC GOA)। টানা দু ম্যাচ জিতে এডু গার্সিয়াদের বিরুদ্ধে মাঠে নামছে হুয়ান ফেরান্ডোর দল। অন্যদিকে গত দু ম্যাচে জয়ের মুখে দেখেননি রয় কৃষ্ণারা। জামশেদপুরের কাছে হারের পর হায়দরাবাদ এফ সি-র কাছেও আটকে যেতে হয়েছে সবুজ-মেরুনকে। তাই আজকের ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে এটিকে মোহনবাগান শিবিরে।

আজকের ম্যাচের অন্যতম ইউএসপি হতে চলেছে লিগের দুই সেরা স্ট্রাইকারের দ্বৈরথ। গোয়ার স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো ৬ গোল করে এই মুহুর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা। তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি ফিজির তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা। এটিকে মোহনবাগান স্ট্রাইকারের নামের পাশে ৪ গোল। আইএসএলে একমাত্র গোয়ার বিরুদ্ধেই গোল নেই রয় কৃষ্ণার। সেটা আজ রাতে সেটা করে ফেলতে মরিয়া সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার। গোলের জন্য রয় কৃষ্ণার মতই দুরন্ত ছন্দে থাকা মনবীরের দিকেও তাকিয়ে গোটা দল। তবে হাবাস নিজে চাইছেন এডু গার্সিয়া-ডেভিড উইলিয়ামসরা বাড়তি দায়িত্ব নিক।

আরও পড়ুন: গোল এল, জয়ের মুখ তবুও দেখল না এসসি ইস্টবেঙ্গল

ফতোদরায় গোয়ার পজেশনাল ফুটবলের সঙ্গে লড়াই হতে চলেছে এটিকে মোহনবাগানের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের। গোয়ার আক্রমণভাগে ইগর অ্যাঙ্গুলো ছাড়াও রয়েছেন জর্ড মেন্ডোজা,ব্রেন্ডন ফার্নান্ডেজের মত ফুটবলার। তাই এটিকে মোহনবাগান ডিফেন্সের কাছে বাড়তি চ্যালেঞ্জ। আজ বাগান ডিফেন্সে ফিরছেন তিরি। আইএসএলের প্রথম ৫ ম্যাচে ওপেন প্লে থেকে গোল হজম করেনি সবুজ-মেরুন ডিফেন্স। শক্তিশালী গোয়ার বিরুদ্ধেও সেই ট্র্যাডিশান অব্যাহত রাখতে মরিয়া সন্দেশরা।

৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৩ নম্বরে আছে এটিকে মোহনবাগান। গোয়াকে হারিয়ে ফের লিগ শীর্ষে উঠে আসার হাতছানি হাবাসের দলের সামনে।

Next Article