UEFA Chmapions League 2021-22: লাল কার্ড, জঘন্য মারামারিতেও শেষ ষোলোয় আতলেতি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 08, 2021 | 2:57 PM

১ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নেমেছিল পোর্তো। কারণ ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যেত পর্তুগালের ক্লাব। প্রথমার্ধে পোর্তোর গোলের মুখ খুলতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। ৫৬ মিনিটে আঁতোয়া গ্রিয়েজম্যান গোল করে এগিয়ে দেন আতলেতিকোকে। এরপরই ম্যাচে নাটকীয় মোড়। ৬৭ লাল কার্ড দেখেন আতলেতিকোর কারাসকো। ৭০ আর ৭৫ মিনিটে জোড়া লাল কার্ড দেখে পোর্তো।

UEFA Chmapions League 2021-22: লাল কার্ড, জঘন্য মারামারিতেও শেষ ষোলোয় আতলেতি
আতলেতিকো মাদ্রিদ। ছবি: টুইটার

Follow Us

আতলেতিকো মাদ্রিদ ৩     :          পোর্তো ১

(গ্রিয়েজম্যান ৫৬, কোরেয়া ৯০, ডি পল ৯০+2)   (অলিভিয়েরা ৯০+৬)

 

পোর্তো: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তুমুল ঝামেলা, মারামারি। পোর্তো (Porto)-আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) ম্যাচে লাল কার্ড দেখলেন দুই দলের মোট ৩ ফুটবলার। এক সাপোর্ট স্টাফ। খেলার দ্বিতীয়ার্ধে মাঝেমাঝেই খেলা থামাতে হল রেফারিকে। পকেট থেকে বার করতে হল কার্ড। তবে ম্যাচে দুরন্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ষোলোয় পৌঁছে গেল আতলেতিকো মাদ্রিদ।

 

এ ভাবেও ফিরে আসা যায়। আতলেতিকো মাদ্রিদকে দেখে এই কথাটা বলতেই পারেন ফুটবল বিশেষজ্ঞরা। খাদের কিনারা থেকে উঠে দাঁড়াল দিয়েগো সিমিওনের ছেলেরা। মরণ বাঁচন ম্যাচে পোর্তোর ডেরা থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল আতলেতিকো মাদ্রিদ।

 

 

আতলেতিকোর প্রি কোয়ার্টার ফাইনাল ঘিরে তৈরি হয়েছিল সংশয়। গ্রুপ টেবিলে সবার নীচে ছিলেন গ্রিয়েজম্যানরা। নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি লিভারপুল (Liverpool)- এসি মিলান (AC Milan) ম্যাচেও চোখ রাখতে হয়েছিল আতলেতি কোচ সিমিওনেকে। ভাগ্য সঙ্গ দেওয়ায় প্রি কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করে ফেলল আতলেতিকো মাদ্রিদ।

 

 

 

 

১ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নেমেছিল পোর্তো। কারণ ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যেত পর্তুগালের ক্লাব। প্রথমার্ধে পোর্তোর গোলের মুখ খুলতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। ৫৬ মিনিটে আঁতোয়া গ্রিয়েজম্যান গোল করে এগিয়ে দেন আতলেতিকোকে। এরপরই ম্যাচে নাটকীয় মোড়। ৬৭ লাল কার্ড দেখেন আতলেতিকোর কারাসকো। ৭০ আর ৭৫ মিনিটে জোড়া লাল কার্ড দেখে পোর্তো। ৭০ মিনিটে লাল কার্ড দেখেন ওয়েন্ডেল। আতলেতিকো মাদ্রিদের ফুটবলারকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। তর্ক করায় এক সাপোর্ট স্টাফকেও লাল কার্ড দেখান রেফারি। ৭৫ মিনিটে মাঠের বাইরে বসেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর গোলকিপার অগাস্টিন।

 

খেলার একেবারে শেষ লগ্নে ৯০ মিনিটে দ্বিতীয় গোল অ্যাঞ্জেল কোরেয়ার। ইনজুরি টাইমে পোর্তোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অপর আর্জেন্টাইন ফুটবলার রডরিগো ডি’পল। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান পোর্তোর অলিভিয়েরা। চ্যাম্পিয়ন্স লিগে টানা ৩ ম্যাচ হারের পর জয় ছিনিয়ে শেষ ষোলোয় চলে গেল আতলেতিকো মাদ্রিদ। ৬ ম্যাচে আতলেতির সংগ্রহ ৭ পয়েন্ট। সমসংখ্য ম্যাচে পোর্তোর সংগ্রহ ৫ পয়েন্ট।

 

আরও পড়ুন: UEFA Champions League 2021-22: গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় রিয়াল

Next Article