মেসির সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলছে: বার্সা প্রেসিডেন্ট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2021 | 6:11 PM

Lionel Messi: অগণিত ভক্তদের এখন একটাই প্রশ্ন। ক্লাব ফুটবলের কোন দলের জার্সিতে দেখা যাবে মেসিকে?

মেসির সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলছে: বার্সা প্রেসিডেন্ট
মেসির সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলছে: বার্সা প্রেসিডেন্ট

Follow Us

বার্সেলোনা: কোপা আমেরিকা (Copa America) শেষ। জাতীয় দলের জার্সিতে প্রথম ট্রফি জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। অধরা স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। কোপা আমেরিকায় সোনালী বুট আর সোনালী বলও পেয়েছেন এলএম টেন। ফর্মে থেকেই কোপা পর্ব শেষ করেছেন মেসি।

অগণিত ভক্তদের এখন একটাই প্রশ্ন। ক্লাব ফুটবলের কোন দলের জার্সিতে দেখা যাবে মেসিকে? গত মাসের ৩০ তারিখেই বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়েছে। নতুন মরসুমে কোথায় খেলবেন তিনি তা এখনও সামনে আসেনি। বার্সার প্রেসিডেন্ট যদিও আশ্বাস দিচ্ছেন, বার্সাতেই খেলবেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ক্লাবের চুক্তি প্রক্রিয়াও চলছে জোরকদমে। একটি শোয়ে লাপোর্তার (Joan Laporta) এই মন্তব্যে আশার আলো দেখছে কাতালুনিয়ার ক্লাবের সমর্থকেরা। ১ জুলাই থেকেই ফ্রি ফুটবলার লিওনেল মেসি। রয়েছে বিভিন্ন ক্লাবের প্রস্তাব। ২ বছরের নতুন চুক্তিতে সই করার প্রস্তাব দিয়েছে বার্সেলোনাও।

মেসির চুক্তি জটের মধ্যেই গত সপ্তাহে লা-লিগার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ‘মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি অসম্ভব। লা লিগায় প্রতিটি ক্লাবকেই অর্থনৈতিক বৈষম্য বজায় রাখতে হয়। মেসির চুক্তির অঙ্ক বাড়ালে বার্সায় সই সম্ভব নয়। মেসিকে বার্সায় খেলতে হলে পুরনো চুক্তির অঙ্কতেই খেলতে হবে।’

আরও পড়ুন: আমার বাবার সঙ্গে তুলনায় মেসিকে অনেক ভুগতে হয়েছে: মারাদোনা জুনিয়র

Next Article