Saudi Arabia: রোনাল্ডো-বেঞ্জেমারা কেন সৌদিতে, প্রশ্ন তুলে দিলেন বার্সা প্রেসিডেন্ট!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 04, 2023 | 8:00 AM

সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ক্লাব আল নাসের, আল হিলাল, আল আলি, আল ইত্তেহাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাল্টে গিয়েছে ওই দেশের ফুটবল। ইউরোপ থেকে সেরা ১০ ফুটবলার ছিনিয়ে নিয়েছে এই চার ক্লাব। সৌদি লিগের অন্য ক্লাবগুলোও কিন্তু পিছিয়ে নেই।

Saudi Arabia: রোনাল্ডো-বেঞ্জেমারা কেন সৌদিতে, প্রশ্ন তুলে দিলেন বার্সা প্রেসিডেন্ট!
রোনাল্ডো-বেঞ্জেমারা কেন সৌদিতে, প্রশ্ন তুলে দিলেন বার্সা প্রেসিডেন্ট!

Follow Us

মাদ্রিদ: কাতার বিশ্বকাপের পর যেন ঢল নেমেছে সৌদি ফুটবলে। বিশ্বের সেরা তারকারা একে পাড়ি দিচ্ছেন সৌদিতে। বিপুল অর্থের বিনিময়ে তাঁরা সই করছেন, খেলছেন। এশিয়ান ফুটবলের দিশা বদলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সৌদি, এমনও দাবি করা হচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রথম নাম লিখিয়েছিলেন সৌদির ফুটবল বিপ্লবে। সিআর সেভেনের পর এখন আবার করিম বেঞ্জেমা, সাদিও মানেদেরও এই মরসুমে খেলতে দেখা যাবে সৌদি ফুটবলে। ফুটবলের ভরকেন্দ্র কি ইউরোপ থেকে সরে যাচ্ছে মিডল-ইস্টে? অনেকে উত্তর খুঁজতে শুরু করেছেন। আবার রোনাল্ডোর মতো সৌদিতে যাননি লিওনেল মেসি। তিনি যোগ দিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে, ডেভিড বেকহ্যামের টিমে। কেন রোনাল্ডোদের নিয়ে আপত্তি তুললেন ইউরোপের এক সেরা ক্লাবের প্রেসিডেন্ট? বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রিয়াল মাদ্রিদকে বছর কয়েক আগে প্রচুর সাফল্য দিয়েছেন সিআর সেভেন। সেখান থেকে তুরিনের ক্লাব জুভেন্তাসে চলে গিয়েছিলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। রিয়াল ছেড়েই সৌদির ফুটবলে যোগ দিতে চলেছেন বেঞ্জেমা। বায়ার্ন মিউনিখ থেকে সাদিও মানে। রবার্তো ফির্মিনো, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজদের মতো প্রথম সারির তারকারা কেন পর পর চলেছেন সৌদির পথে, সেটাই সবচেয়ে বড় কথা। বিপুল অর্থের টানে তো বটেই, কিন্তু তাতে কি ফুটবলের ভরকেন্দ্রের ক্ষতি হবে না? বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা কিন্তু মোটেও মেনে নিতে পারছেন না বিশ্বের সেরা তারকাদের এমন আচরণ। কী বলছেন তিনি?

লাপোর্তার কথায়, ‘সম্মান রেখেই বলছি, প্লেয়ারদের সৌদির ক্লাবে যোগ দেওয়ার পিছনে ফুটবলটা কারণ নয়। সবাই জানে, আসল কারণটা কী? সেটা আর যাই হোক না কেন ফুটবল নয়!’ বার্সা প্রেসিডেন্টের এমন মন্তব্য ঘিরে ঝড় বইছে, সন্দেহ নেই। অর্থের টোপে, বিশেষ করে কেরিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে থাকা ফুটবলাররা সৌদি লিগে পা রাখছেন, এটা ওপেন সিক্রেট। প্রশ্ন হল, মেসি সৌদির ক্লাবের বিরাট অফার এড়িয়েও তো ইউরোপের কোনও ক্লাব বেছে নেননি। তিনিও তো গিয়েছেন এমএলএসে। মেসিকে কেন সমালোচনা সইতে হচ্ছে না?

সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ক্লাব আল নাসের, আল হিলাল, আল আলি, আল ইত্তেহাদের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাল্টে গিয়েছে ওই দেশের ফুটবল। ইউরোপ থেকে সেরা ১০ ফুটবলার ছিনিয়ে নিয়েছে এই চার ক্লাব। সৌদি লিগের অন্য ক্লাবগুলোও কিন্তু পিছিয়ে নেই। তারাও টার্গেট করছে ইউরোপের ক্লাবগুলোর ফুটবলারদের। যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

Next Article