চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী বার্সেলোনা মহিলা দল
চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) লিওনেল মেসিরা যেটা পারলেন না, সেটা করে দেখাল বার্সেলোনার (Barcelona) মহিলা দল। চেলসিকে (Chelsea) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে (Women's Champions League) ৪-০ গোলে কার্যত উড়িয়ে দিয়েছে বার্সেলোনা উওমেন্স টিম। মেয়েদের ফুটবলে এই প্রথমবার ইউরোপ সেরা হল বার্সেলোনা। উওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যানের দিকে নজর দিলে ফরাসি ক্লাব লিয়ঁর দাপটই চোখে পড়ে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিওঁর কাছে হেরেছিল বার্সেলোনা মহিলা দল। অন্যদিকে এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলল চেলসি। তবে তাদের হারতে হল বার্সেলোনার কাছে।