লা লিগা খেতাবের আরও কাছে সুয়ারেজরা

May 17, 2021 | 2:54 PM

লা লিগার (La Liga) ম্যাচে রবিবার ওসাসুনার (Osasuna) বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুরন্ত প্রত্যাবর্তন করে আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। ত্রাতা লুইস সুয়ারেজ। ২-১ গোলে শেষ পর্যন্ত ম্যাচ জেতেন সুয়ারেজরা। এই ম্যাচে ড্র হলে লিগ শীর্ষে পৌঁছে যেত করিম বেঞ্জেমারা। তবে ওসাসুনাকে হারিয়ে, এই ম্যাচে জয়ের পর লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল আতলোতিকো মাদ্রিদ।

1 / 5
ম্যাচের ৭৫ মিনিটে আন্তে বুদিমির গোল করে এগিয়ে দেন ওসাসুনাকে। (সৌজন্যে-ওসাসুনা টুইটার)

ম্যাচের ৭৫ মিনিটে আন্তে বুদিমির গোল করে এগিয়ে দেন ওসাসুনাকে। (সৌজন্যে-ওসাসুনা টুইটার)

2 / 5
৮২ মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান রেনান লডি। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

৮২ মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান রেনান লডি। (সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

3 / 5
৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

4 / 5
এই ম্যাচে গোলের পর, আতলোতিকোর হয়ে ২০টি গোল হয়ে গেল উরুগুয়ে তারকার।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

এই ম্যাচে গোলের পর, আতলোতিকোর হয়ে ২০টি গোল হয়ে গেল উরুগুয়ে তারকার।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

5 / 5
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।(সৌজন্যে-আতলেতিকো মাদ্রিদ টুইটার)

Next Photo Gallery