AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: ‘ভাবনাই নেই ড্র, চাই জয়’, ডার্বির আগে হুংকার ইস্টবেঙ্গল কোচের

Super Cup, Kolkata Derby: প্রতিটা ডার্বি নতুন গল্প লেখে। তেমনই এক গল্প তৈরি হতে চলেছে আগামিকাল। এই মরসুমের ডার্বির স্কোরলাইনে কেউ এগিয়ে নেন। কারণ একটা করে ডার্বি (Derby) জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) আর মোহনবাগান (Mohun Bagan)। এ বার দেখার শুক্র-সন্ধেয় স্কোরলাইনে বদল কারা দেখাতে পারে।

East Bengal: 'ভাবনাই নেই ড্র, চাই জয়', ডার্বির আগে হুংকার ইস্টবেঙ্গল কোচের
East Bengal: 'ভাবনাই নেই ড্র, চাই জয়', ডার্বির আগে হুংকার লাল-হলুদ কোচের Image Credit: East Bengal FC
| Updated on: Jan 18, 2024 | 6:54 PM
Share

কলকাতা: ডার্বি (Kolkata Derby) মানেই উন্মাদনার পারদ বাঁধনছাড়া। বাগান শিবির বলেই দিয়েছে, ‘ইস্টবেঙ্গল কতটা ভালো, দেখে নেব মাঠে।’ এ বার লাল-হলুদ শিবিরও হুংকার দিল। পয়েন্ট টেবল বলছে দুই দলের ঝুলিতেই রয়েছে ৬ পয়েন্ট। শীর্ষে ইস্টবেঙ্গল (East Bengal) আর একই পয়েন্ট নিয়ে দুইয়ে মোহনবাগান। পয়েন্ট টেবলের মগডালেই থাকতে চায় লাল-হলুদ। তাই ডার্বির আগে ইস্টবেঙ্গল শিবিরে চলছে সেই মতো পরিকল্পনা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (Mohun Bagan)। তার আগে দলের পরিস্থিতি তুলে ধরলেন লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

বেশ কয়েকজন ফুটবলারকে বড় ম্যাচে পাবে না দুই দলই। মোহনবাগানের পালে হাওয়া দেওয়ার জন্য থাকছেন না ৭ ফুটবলার। আর মশালবাহিনীও ২ তারকাকে ছাড়াই বড় ম্যাচের পরিকল্পনা করছে। ডার্বির আগে প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘ডার্বির আগে ছেলেদের মনোভাব একই রকম রয়েছে। টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে আমি খুশিও। আমার মনে হয় আইএসএলে আমাদের যে পয়েন্ট রয়েছে, তার থেকে বেশি থাকা উচিত ছিল। বেশ কয়েকটা ম্যাচে আমাদের ভাগ্য সঙ্গ দেয়নি। কিন্তু তাতে অবশ্য দলে কিছু বদলায়নি।’

নাওরেম মহেশ, লালচুননুঙ্গারা জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত। তাই তাঁদের ছাড়াই সুপার কাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত বললেন, ‘জাতীয় দলেও আমাদের ফুটবলাররা রয়েছে। ওরা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমাদের প্র্যাক্টিস ভালো হয়েছে। ভারতীয় ক্রিকেটে এখন গুরুত্বপূর্ণ সময় চলছে। আর এদিকে আমরা এই টুর্নামেন্টে আগের ২টো ম্যাচ ভালো খেলেছি। ম্যাচে আরও মনোযোগী হতে হবে। আর আমরা তাই সেমিফাইনালে ওঠা নিয়ে ভাবনাচিন্তা করছি। ড্র নিয়ে ভাবছিই না। জেতার জন্য ঝাঁপাব।’

প্রতিটা ডার্বি নতুন গল্প লেখে। তেমনই এক গল্প তৈরি হতে চলেছে আগামিকাল। এই মরসুমের ডার্বির স্কোরলাইনে কেউ এগিয়ে নেন। কারণ একটা করে ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। এ বার দেখার শুক্র-সন্ধেয় স্কোরলাইনে বদল কারা দেখাতে পারে। ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে গোল বেশি দেওয়ার নিরিখে এগিয়ে রয়েছে বলে, কলিঙ্গ স্টেডিয়ামে ড্র করলেই শেষ চারে পৌঁছে যাবে।