রিও দে জেনেইরো: এক সপ্তাহ হল অস্ত্রোপচার হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের (Pele)। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকলেও তিনি আগের অনেক সুস্থ। এমনই জানিয়েছেন তাঁর চিকিত্সক।
সাও পাওলোর (Sao Paulo) আলবার্তো ইনস্টেইন হসপিটালে (Albert Einstein Hospital) ভর্তি রয়েছেন পেলে। মেডিক্যাল বুলেটিন দিতে গিয়েো তাঁর ডাক্তার বলেছেন, ‘পেলের ভালো আছেন। অস্ত্রোপচারের পর স্বাভাবিক আচরণই করছেন।’
পেলে যে সুস্থ আছেন, তা তিনি নিজেও ইন্সটাগ্রামে তাঁর ভক্তদের জানিয়েছেন। লিখেছেন, ‘বন্ধুরা, প্রতিটা দিন আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আবার মাঠে নেমে পড়ার জন্য মুখিয়ে আছি। তবে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে আমার। তবে, হাসপাতালে থাকার দরুণ পরিবারের সঙ্গে প্রচুর কথা বলার সুযোগ যেমন পাচ্ছি, তেমনই বিশ্রামও নিতে পারছি।’
মলাশয়ে টিউমার ধরা পড়ার পর পেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। ওই টিউমার থেকে ক্যান্সার ছড়াতে পারে কিনা, তা অবশ্য এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে গত সপ্তাহে ডাক্তারি পরীক্ষায় এই টিউমারের অস্তিত্ব জানার পরই ডাক্তার আর দেরি করেননি। দ্রুত অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে ওই টিউমার। পেলে যাতে সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরতে পারেন, তার জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্তরা।
কোভিডের কারণে অনেক দিন বাড়ির বাইরে বেরোননি পেলে। তবে বহির্বিশ্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পেলে যখন হাসপাতালে ভর্তি, তখন ব্রাজিলিয়ান কিংবদন্তির লাতিন আমেরিকার কোনও ফুটবলারের সর্বোচ ৭৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। তা তিনি জানেন কিনা, তা অবশ্য নিশ্চিত নয়। অবশ্য এই প্রজন্মের দুই তারকা ফুটবলার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা যে তাঁকে মুগ্ধ করে, তা অনেক বারই স্বীকার করেছেন পেলে।
আরও পড়ুন: Pele Health: কোলন টিউমারের অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পেলে