Pele Health: কোলন টিউমারের অস্ত্রোপচারের পর সুস্থ আছেন পেলে
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আজ, মঙ্গলবার তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
সাও পাওলো: অস্ত্রোপচারের (surgery) পর সুস্থ আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele)। এই খবর নিজের ইনস্টাগ্রামে (Instagram) খোদ জানিয়েছেন ৮০ বছর বয়সী পেলে। গত শনিবার সাও পাওলোর (Sao Paulo) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Albert Einstein Hospital) পেলের ডান দিকের কোলন থেকে টিউমার (colon tumor) বাদ দেওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আজ, মঙ্গলবার তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে।
গত ছয়দিন ধরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। তাঁর শারীরিক অসুস্থতার খবর জানাজানি হতেই পেলের অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সোমবার পেলে নিজেই জানান, অস্ত্রোপচারের পর তিনি আপাতত সুস্থ রয়েছেন। ইনস্টাগ্রামে পেলে লেখেন, “আমার বন্ধুরা, তোমাদের সহৃদয় বার্তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ড. ফ্যাবিও এবং ড. মিগুয়েলকে আমার স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। গত শনিবার আমার ডানদিকের কোলন থেকে টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। গত সপ্তাহে রুটিন পরীক্ষার সময় আমার কোলনে টিউমার ধরা পড়ে। সৌভাগ্যবশত, আপনাদের সবার সঙ্গে জয় উদযাপন করাটাই আমার অভ্যাস। আমি এই ম্যাচটাও হাসিমুখেই খেলব। পরিবার ও বন্ধুদের ভালোবাসায় আমি আনন্দের সঙ্গে ইতিবাচক মানসিকতা নিয়েই বেঁচে আছি।”
View this post on Instagram
ব্রাজিলিয়ান কিংবদন্তির অস্ত্রোপচারের খবর তাঁর অনুরাগীদের রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল। এটাই একটু স্বস্তির যে, তিনি এখন সুস্থ রয়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর স্বাস্থ্য নিয়ে সব সময় একটা উদ্বেগ তৈরি হচ্ছেই। গত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন তিনি। এর আগে ২০১২ সালে তাঁর হিপ রিপ্লেসমেন্ট সার্জারিতে ভুল হওয়ায় তাঁর হাটাচলায় সমস্যা হত। সেই সময় তাঁকে হুইলচেয়ার ব্যবহার করতেও হয়েছিল। তারপর ২০১৫ সালে পেলের প্রোস্টেট সার্জারি হয়েছিল। এবং তিনি ২০১৯ সালে মূত্রনালীর সংক্রমণের জন্যও হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন: Pele Health: আমি সুস্থ আছি, দুশ্চিন্তা উড়িয়ে বললেন পেলে