COPA AMERICA 2021: আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামছেন নেইমাররা

Jul 02, 2021 | 7:21 PM

গ্যাব্রিয়েল জেসুস, নেইমার আর রিচার্লিসনকে সামনে রেখেই আক্রমণের ছক সাজাচ্ছেন তিতে।

COPA AMERICA 2021: আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামছেন নেইমাররা
COPA AMERICA 2021: আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামছেন নেইমাররা

Follow Us

রিও: রাত পোহালেই কোপার (Copa America) শেষ আটে নামছে ব্রাজিল (Brazil)। প্রতিপক্ষ চিলি (Chile)। গ্রুপ রাউন্ডে অপরাজিত থেকেই শেষ আটে উঠেছেন নেইমাররা। ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আটকে যায় নেইমারহীন ব্রাজিল। তাতে অবশ্য দুশ্চিন্তার মেঘ দেখছেন না কোচ তিতে। কোয়ার্টার ফাইনালে পূর্ণ শক্তির দলই মাঠে নামাচ্ছেন তিনি। গত কোপার চ্যাম্পিয়নরা এ বারও দুরন্ত ছন্দে। আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ভোর রাতে মাঠে নামছেন নেইমার, গ্যাব্রিয়েল জেসুসরা।

গ্রুপ পর্বে ভেনেজুয়েলাকে ৩-০ এবং পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন নেইমাররা। কোপার শুরু থেকেই সাম্বা ম্যাজিক দেখছে ফুটবলপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালেও ছন্দ বজায় রাখতে তৈরি নেইমাররা। চিলির থেকে খাতায় কলমে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামছে তিতের দল। ২ বারের কোপা চ্যাম্পিয়ন চিলির অধিকাংশ ফুটবলারেরই বয়স বেড়েছে। আর সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তবে চিলির গা-জোয়ারি ফুটবলকে সমীহ করছেন তিতে।

চিলির বিরুদ্ধে বরাবরই রেকর্ড ভালো ব্রাজিলের। চিলি ও ব্রাজিল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭২ বার। ব্রাজিল জিতেছে ৫১ বার। চিলি জিতেছে ১৩ বার। ম্যাচ অমীমাংসিত ৮ বার। শেষ সাক্ষাতে ২০১৭ সালে প্রাক বিশ্বকাপে ৩-০ জেতে ব্রাজিল। শেষ ১০ বারের সাক্ষাতে ৮ বারই জিতেছে ব্রাজিল। চিলি জিতেছে ১ বার। কোপা আমেরিকায় ১৯৯৩ সালে শেষ বার ব্রাজিলকে হারায় চিলি। ফল ৩-২।

গ্যাব্রিয়েল জেসুস, নেইমার আর রিচার্লিসনকে সামনে রেখেই আক্রমণের ছক সাজাচ্ছেন তিতে। মাঝমাঠে কাসেমিরো, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েতাতেই আস্থা। কাফ মাসেলের চোট সারিয়ে নক আউটে ফিরছেন চিলির অ্যালেক্সি চ্যাঞ্চেজ। তাই রক্ষণ নিয়ে বাড়তি সতর্ক থাকছেন তিতে। চিলির ভিদাল, ভার্গাসদের খেলা বন্ধ করতেও অঙ্ক কষে রেখেছেন ব্রাজিলের কোচ। এ বারের কোপায় ফেভারিট হিসেবেই মাঠে নেমেছেন নেইমাররা। চিলি বাধা অতিক্রম করে শেষ চারের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য কাসেমিরোদের।

আরও পড়ুন: COPA AMERICA 2021: মেসি ম্যাজিকে কোপায় জয়ের হ্যাটট্রিক

Next Article