AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BRA vs SUI Match Preview: বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জয় নেই, দোহায় ইতিহাস বদলাবে ব্রাজিল?

Brazil vs Switzerland, Fifa World Cup 2022: সুইস চ্যালেঞ্জের আগে চোটে জর্জরিত তিতের শিবির। নেইমার ছাড়াও লুকাস পাকুয়েতাও ভয় ধরাচ্ছেন। জানা গিয়েছে, সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনিও অল্পবিস্তর চোট পেয়েছেন।

BRA vs SUI Match Preview: বিশ্বকাপে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে জয় নেই, দোহায় ইতিহাস বদলাবে ব্রাজিল?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 10:12 AM
Share

দোহা: গোড়ালির চোটের জন্য গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলতে পারবেন না নেইমার জুনিয়র। দলের সেরা তারকাকে ছাড়াই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল (Brazil)। সামনে সুইৎজারল্যান্ড। সুইস (Switzerland) চ্যালেঞ্জের আগে চোটে জর্জরিত তিতের শিবির। নেইমার ছাড়াও লুকাস পাকুয়েতাও ভয় ধরাচ্ছেন। জানা গিয়েছে, সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনিও অল্পবিস্তর চোট পেয়েছেন। ঝুঁকি এড়াতে ম্যাচের আগে অনুশীলনে যোগ দেননি। সোমবারের ম্যাচে (Qatar World Cup 2022) অনিশ্চিত না হলেও চোট চিন্তায় রাখছে কোচ তিতেকে। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের এক নতুন তারার জন্ম হয়েছে। রিচার্লিসন। নেইমারের অনুপস্থিতিতে রিচার্লিসন, রাফিনহাদের নিয়েই শেষ ষোলোর স্থান পাকা করতে চায় সেলেকাওরা।

একদিকে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল, অন্যদিকে সুইৎজারল্যান্ড। জানেন কি, সার্বিয়াকে হেরে কাতার বিশ্বকাপের সূচনা করা ব্রাজিল কখনও বিশ্বকাপে সুইৎজারল্যান্ডকে হারাতে পারেনি। ফুটবলের সেরা মঞ্চে দুই দলের মুখোমুখি দেখা দু’বার। রাশিয়া বিশ্বকাপে দুটি দলের সাক্ষাতে ম্যাচ ১-১ ড্র হয়। তার আগে ১৯৫০ সালের বিশ্বকাপ খেলেছিল দুই দল। সে বারও ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। অতএব বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল বা সুইৎজারল্যান্ড কোনও দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি। স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ভারতীয় সময় রাত সাড়ে নটা থেকে শুরু ম্যাচ। দোহায় আজ অতীত ইতিহাস বদলে যাবে রিচার্লিসন, ভিনি জুনিয়রদের পায়ে!

সুইৎজারল্যান্ড ও ব্রাজিল আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে মোট ন’বার। তিনটিতে জিতেছে ব্রাজিল, দুটি সুইসদের ঝুলিতে। বাকি চারটি ম্যাচ ড্র। দুটি দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। ব্রাজিল সার্বিয়া ২-০ গোলে হারায়। সুইৎজারল্যান্ড প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ক্যামেরুনের কাছে। অর্থাৎ আজকের ম্যাচ যে দল জিতবে তারাই পৌঁছে যাবে শেষ ষোলোর ঘরে। চোটের কারণে দলে নেই সেরা তারকা। অঘটনের বিশ্বকাপে বিপক্ষকে খাটো করে দেখার ধৃষ্টতা দেখাবে না তিতের দল।