Pele: ব্রাজিলের অভিধানে পেলে! ফুটবল সম্রাটকে বিশেষ সম্মান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 28, 2023 | 4:32 PM

Pele in Brazilian dictionary : পেলে নামের অর্থ কী? লড়াই, দারিদ্র ঠেলে বড় হওয়া, কিংবদন্তি হয়ে ওঠা। ফুটবলে পেলেকে এককথায় এভাবেই ব্যাখ্যা করা যায়। আর পেলে নামের মানে খুঁজতে হলে? ব্রাজিলের অভিধান খুললেই চলবে। ব্রাজিলিয়ান ডিকশনারি অনুযায়ী, পেলে নামের অর্থ দ্য বেস্ট।

Pele: ব্রাজিলের অভিধানে পেলে! ফুটবল সম্রাটকে বিশেষ সম্মান
ব্রাজিলের অভিধানে পেলে! ফুটবল সম্রাটকে বিশেষ সম্মান

Follow Us

সাও পাওলো : ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে (Pele) মনের মণিকোঠায় রেখেছে ফুটবলপ্রেমীরা। পেলে নামটা শুনলেই ব্রাজিলের (Brazil) প্রতিটি মানুষ আবেগপ্রবণ হয়ে ওঠে। ফুটবল সম্রাট পেলে মানুষটাই তো তেমনই। আর যদি জানতে চাওয়া হয়, পেলে নামের অর্থ কী? লড়াই, দারিদ্র ঠেলে বড় হওয়া, কিংবদন্তি হয়ে ওঠা। ফুটবলে পেলেকে এক কথায় এভাবেই ব্যাখ্যা করা যায়। আর পেলে নামের মানে খুঁজতে হলে? ব্রাজিলের অভিধান খুললেই চলবে। ব্রাজিলিয়ান ডিকশনারি অনুযায়ী, পেলে নামের অর্থ দ্য বেস্ট। কিংবদন্তিকে সম্মান জানাতে ব্রাজিলে এমন অভিনব ঘটনা ঘটল। আরও সহজ করে বললে ব্রাজিলের অভিধানে এ বার যুক্ত হয়েছেন পেলে। অবাক হচ্ছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন পেলে। এরপর ২০২২ সালের ডিসেম্বরে লড়াই থেমে যায় পেলের। না ফেরার দেশে পাড়ি দেন ফুটবল সম্রাট। এ বার ব্রাজিলের অভিধানে পেলেকে ‘বিশেষণ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার অর্থ হিসেবে বর্ণনা করা হয়েছে ‘অতুলনীয়, অনন্য এবং বিস্ময়কর’। এই প্রয়াসের জন্য শুরু হওয়া স্বাক্ষর অভিযানে ১ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এতে একমত হয়েছেন। ব্রাজিলের ওই অভিধানে বলা হয়েছে, ‘অসাধারণ কেউ বা যার গুণমান, দক্ষ এবং শ্রেষ্ঠত্ব অতুলনীয়। সে-ই পেলের মতো। তাকেই পেলে বলা হবে। অতুলনীয়, অনন্য এবং বিস্ময়করকে এ বার থেকে পেলে বলা হবে।’ একইসঙ্গে উদাহরণ হিসেবে বলা হয়েছে, এ বার থেকে শ্রেষ্ঠদের বলা হবে যে — তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলিয়ান থিয়েটারের পেলে বা তিনি চিকিৎসার পেলে।


স্যান্টোস এফসি, পেলে ফাউন্ডেশন যেখানে তিনি তাঁর কেরিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন এবং অনেক ব্রাজিলিয়ান দেশের অন্যতম জনপ্রিয় অভিধানের প্রকাশকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পেলের সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টির কথা জানানো হয়েছে। বলা হয়েছে, “কোনও কিছুতে সেরা বোঝাতে যে অভিব্যক্তিটি ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছিল, তা অভিধানের পাতায় চিরন্তন। আমরা একসঙ্গে ইতিহাস গড়লাম এবং পর্তুগিজ ভাষায় ফুটবল রাজার নাম যুক্ত হল। পেলে মানেই ‘দ্য বেস্ট’।”

 

Next Article