Neymar: পরিবেশ আইন লঙ্ঘন করায় বড়সড় শাস্তির মুখে নেইমার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 23, 2023 | 7:19 PM

Brazilian Footballer Neymar: ২০১৬ সালে ১০ হাজার বর্গফুটের এই জায়গাটি কেনেন নেইমার। রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে বিলাসবহুল বাড়িটি নির্মাণ করা হয়। এখনও পর্যন্ত নেইমারের তরফ থেকে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি।

Neymar: পরিবেশ আইন লঙ্ঘন করায় বড়সড় শাস্তির মুখে নেইমার
Image Credit source: twitter

Follow Us

রিও ডি জেনেইরো: বড়সড় শাস্তির মুখে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। অনিয়মের অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে। পরিবেশ আইন লঙ্ঘন করে বড়সড় শাস্তি পেতে চলেছেন ব্রাজিলের ফুটবল তারকা। ১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ২১ লাখ টাকা) ফাইনের মুখে নেইমার। রিও ডি জেনেইরোর সমুদ্র তীরবর্তী অঞ্চলে নেইমারের বিলাসবহুল বাসভবন। নতুন ভাবে আরও বেশ কিছু জিনিস নির্মাণ করতে গিয়েই বড়সড় বিপর্যয়ের মুখে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

স্থানীয় প্রশাসনের বিবৃতিতে বলা হয়, বেশ কিছু আইন লঙ্ঘন করেন নেইমার। বিশেষ করে জলদূষণে প্রভাব ফেলে নেইমারের নবনির্মিত ওই বিলাসবহুল বাড়ি। অভিযোগ পেয়েই তড়িঘড়ি সেখানে ছুটে যান স্থানীয় আধিকারিকরা। এরপরই নেইমারের বাবা স্যান্টোস দ্য সিলভাকে কাজ থামানোর সাফ নির্দেশ দেন সেখানকার প্রশাসনিক অধিকর্তারা। আধিকারিকদের অভিযোগ, তাঁদের কথায় কান দেননি নেইমারের বাবা। উল্টে নাকি সেই আধিকারিকদেরই কথা শোনান। নেইমারের বাবাকে গ্রেফতারের হুমকি দেওয়া হলেও, এখনও পর্যন্ত তাঁকে আটক করেনি স্থানীয় পুলিশ।

পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিলাসবহুল ওই প্রাসাদ বানান নেইমার। অভিযোগ পর্যাপ্ত অনুমতি না নিয়েই প্রাসাদ নির্মাণে সমুদ্রের তীরের অনেকটা বালি ব্যবহার করা হয়। অভিযোগের খবর সামনে আসতেই নেইমারকে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। দোষী প্রমাণিত হলে নেইমারের বড়সড় আর্থিক জরিমানা হতে পারে। স্থানীয় প্রশাসনিক কার্যালয় থেকে জানানো হয়, দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০১৬ সালে ১০ হাজার বর্গফুটের এই জায়গাটি কেনেন নেইমার। রিও ডি জেনেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে বিলাসবহুল বাড়িটি নির্মাণ করা হয়। এখনও পর্যন্ত নেইমারের তরফ থেকে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি।

ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মার্চেই দোহাতে ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার করান। ৩১ বছরের ব্রাজিলিয়ান তারকা ক্লাব ফুটবলে প্যারিস সাঁ জাঁ-তে খেলবেন কিনা তা নিয়েও চলছে বিস্তর জল্পনা।

Next Article