Calcutta Football League: লিগের উদ্বোধনে জিৎ গাঙ্গুলির পারফরম্যান্স, মাঠে মহমেডান
Kolkata Football: পারফর্ম করবে বলিউডের একটি ডান্স গ্রুপ। থাকছে আতশবাজির প্রদর্শনীও। কিশোর ভারতী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে চলেছে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দল মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ উয়াড়ি। চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদা-কালো ব্রিগেড। শেষ তিন বছর কলকাতা লিগ ধরে রেখেছে মহমেডান স্পোর্টিং।

কলকাতা: মঙ্গলবার থেকে শুরু কলকাতা ফুটবল লিগ। জাঁকজমক ভাবে লিগের উদ্বোধন করতে চলেছে আইএফএ। জিৎ গাঙ্গুলির পারফরম্যান্সের মাধ্যমে লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। এ ছাড়াও পারফর্ম করবে বলিউডের একটি ডান্স গ্রুপ। থাকছে আতশবাজির প্রদর্শনীও। কিশোর ভারতী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে চলেছে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দল মহমেডান স্পোর্টিং। প্রতিপক্ষ উয়াড়ি। চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী সাদা-কালো ব্রিগেড। শেষ তিন বছর কলকাতা লিগ ধরে রেখেছে মহমেডান স্পোর্টিং। প্রত্যেক বছরই প্রতিভাবান ফুটবলারদের সাপ্লাই দিচ্ছে সাদা-কালো ব্রিগেড। এ বছর আইএসএল খেলবে মহমেডান। তাই কলকাতা লিগ থেকে তরুণ ফুটবলারদের সিনিয়র টিমে সাপ্লাই করতে তৎপর মহমেডান।
কলকাতা লিগে মহমেডানের কোচ হাকিম সেসেন্ডো বলছেন, ‘অনুশীলনের জন্য হাতে মাত্র ন’দিন সময় পেয়েছি। দল এখনও একটা প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা তৈরি আছি।’ মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস যেমন বলছেন, ‘প্রত্যেক বছরই আমরা ভারতীয় ফুটবলে তরুণ ফুটবলারদের সাপ্লাই দিয়ে আসছি। এ বছরও কলকাতা লিগের পর আমাদের দলের ফুটবলারদের নিয়ে টানাটানি হবে। গত বছর ডেভিড, রেমসাংগারা কলকাতা লিগে খেলেই নজর কেড়েছিল। এ বছর কলকাতা লিগে যারা খেলবে তাদের সিংহ ভাগের জন্মই ২০০৩ সালের পর। বলা যেতে পারে অনূর্ধ্ব ২১ দল নিয়েই আমরা খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছি।’
মঙ্গলবার লিগের উদ্বোধনী ম্যাচের আগে হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচন করল মহমেডান। সাদা কালো অধিনায়ক তন্ময় ঘোষ তো বলেই দিচ্ছেন, ‘যে কোনও চ্যালেঞ্জ নিতেই আমরা তৎপর। প্রত্যেককে ভয়ডরহীন ফুটবল খেলার কথা বলে রেখেছি।’
