AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pele: সংখ্যায় অতুলনীয়, পেলের সাফল্যের ঝুলি…

Pele : ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন ও স্যান্টোসের মতে,পুরো কেরিয়ারে ১৩৬৭ ম্যাচে ১২৩৮ গোল করেছেন তিনি। তবে ফিফার রেকর্ড অনুযায়ী, ১৩৬৬ ম্যাচে ১২৮১ গোলের রেকর্ড তাঁর।

Pele: সংখ্যায় অতুলনীয়, পেলের সাফল্যের ঝুলি...
কেমন দেখতে পেলের সাফল্যের ঝুলি?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 3:22 PM
Share

নয়াদিল্লি: পেলে আর নেই, রয়েছে তাঁর সুদীর্ঘ সাফল্যের তালিকা। আজীবন বিশ্ব ফুটবলে থেকে যাবে তাঁর নাম। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের (Brazil)  ক্লাব স্যান্টোসের (Santos) জার্সিতে ফুটবল জগতে আসা পেলের। এরপর থেকেই একের পর এক সাফল্যে আসে তাঁর সোনালি কেরিয়ারে। জাদুকরের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। ক্লাব কেরিয়ার থেকে আন্তর্জাতিক ফুটবল, বিশ্বকাপ (FIFA World Cup) সর্বত্রই বাজিমাত করেছিলেন ফুটবল সম্রাট। কেমন ছিল তাঁর সাফল্যের ঝুলিটা? তুলে ধরল TV9 Bangla

১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে প্রথম ফুটবলের বড় মঞ্চে অভিষেক হয় পেলের। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের সর্বকণিষ্ঠ হ্যাটট্রিকদাতার রেকর্ড করে সেরা উঠতি তারকার পুরস্কার পেয়েছিলেন তিনি।

এক ঝলকে দেখে নেওয়া যাক সাফল্যে ভরা, পেলের রেকর্ডের তালিকা-

  1. ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ তিনবার বিশ্বকাপ জিতেছিলেন পেলে।
  2. আন্তর্জাতিক কেরিয়ারে ৯২ ম্যাচে ৭৭ গোলের রেকর্ড রয়েছে তাঁর।
  3. ক্লাব কেরিয়ারে ৭৫৭ ম্যাচে ৮১২ গোলের নজির রয়েছে সম্রাটের।
  4. চারটি বিশ্বকাপে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১২ বার।
  5. স্যান্টোসের জার্সিতে গোল করেছেন ১২৭টি। ক্লাব কেরিয়ারে এক বছরে সর্বাধিক গোলের রেকর্ড এখনও পর্যন্ত তাঁরই আছে।
  6. স্যান্টোসের হয়ে প্রতিযোগিতামূলক ৬৫৯ ম্যাচে গোল করেছেন ৬৪৩টি।
  7. ব্রাজিল সিরি আ জিতেছেন ছয় বার। ১৯৬১-১৯৬৫ ও ১৯৬৮ সালে।
  8. স্যান্টোসকে দু’বার (১৯৬২ ও ১৯৬৩) কোপা লিবার্তোদস খেতাব এনে দিয়েছিলেন।
  9. সবমিলিয়ে পুরো কেরিয়ারে ৯২টি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তাঁর।
  10. ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন ও স্যান্টোসের তথ্য অনুযায়ী, পুরো কেরিয়ারে ১৩৬৭ ম্যাচে ১২৩৮ গোল করেছেন তিনি। তবে ফিফার রেকর্ড অনুযায়ী, ১৩৬৬ ম্যাচে ১২৮১ গোলের রেকর্ড তাঁর।