সাও পাওলো: কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ফুটবল টিমের কোচ হিসেবে চুক্তি ছিল তিতের। বিশ্বকাপের পরই বিদায় নেন তিনি। অন্তর্বর্তীকালিন দায়িত্ব সামলাচ্ছেন রামোন মেনেজেস। কাতার বিশ্বকাপের পর থেকেই কোচের খোঁজ শুরু করেছিল ব্রাজিল ফুটবল সংস্থা। জিদানের নামও শোনা গিয়েছিল। যদিও শেষ অবধি তা হয়নি। ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম, গ্লোবোর খবর অনুযায়ী, কার্লো আন্সেলোত্তিই কোচ হচ্ছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে জানুয়ারি অবধি চুক্তি রয়েছে কার্লো আন্সেলোত্তির। ক্লাবের সঙ্গে তিনি আর চুক্তি বাড়াবেন না এমনটাই খবর। রিয়ালের সঙ্গে চুক্তি থাকায় এখনই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে সম্মতিপত্রে সই করেননি আন্সেলোত্তি। তবে ইতালিয়ান কোচের সঙ্গে স্পেনে দুটি বৈঠক করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনাল্দো রড্রিগেজ এবং অন্যান্য শীর্ষকর্তারা। সেখানেই তিনি কথা দিয়েছেন, রিয়ালের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন। ইতালিয়ান এই কোচ প্লেয়ার হিসেবে দুটি বিশ্বকাপে খেললেও ২০২৬ সালে প্রথম বার বিশ্বকাপে কোচিং করাবেন। ব্রাজিল ফুটবল সংস্থার কর্তা জানিয়েছেন, মৌখিক সম্মতি দিয়েছেন আন্সেলোত্তি। এমনকি রিয়াল মাদ্রিদের সঙ্গেও কোচিং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ক্লাবও তাঁকে পরের মরসুমে ছাড়তে রাজি।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, কার্লো আন্সেলোত্তির জায়গায় আপাতত তাঁর ছেলে ডেভিড আন্সেলোত্তি আপাতত দায়িত্ব নেবেন। যদিও সেই কথায় রাজি হয়নি ব্রাজিল ফুটবল সংস্থা। বাবার সঙ্গেই আসবেন ডেভিড। কার্লো আন্সেলোত্তি হয়তো ইউরোপে কোচিং করান এমন কাউকে আপাতত বেছে দিতে পারেন। জানুয়ারির পর ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি। সহকারি থাকবেন রামোন মেনেজেস। খাতায় কলমে না হলেও ব্রাজিল ফুটবল সংস্থার নানা বিষয়ে আন্সেলোত্তি পরামর্শ দেবেন বলেও জানা গিয়েছে।
কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আন্তর্জাতিক মঞ্চে নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছিলেন, নতুন কোচের ওপর সব নির্ভর করবে। ২০২৬ সালের বিশ্বকাপে নেইমার খেলবেন কীনা, সেই সিদ্ধান্ত হয়তো আন্সেলোত্তির ওপরই।