ক্ষমা চাইতে হবে রোনাল্ডোকে, দাবি জুভে সমর্থকদের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Mar 13, 2021 | 6:12 PM

পাঁচ বারের ব্যালন ডি'ওর জেতা রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ঘিরে এখন কার্যত ঝড় বইছে। ফ্রি কিকের সময় তাঁর মুখ ঘুরিয়ে নেওয়া নিয়ে রীতিমতো বিঁধছেন জুভেন্তাসের (Juventus) প্রাক্তনরাও।

ক্ষমা চাইতে হবে রোনাল্ডোকে, দাবি জুভে সমর্থকদের
ক্ষমা চাইতে হবে রোনাল্ডোকে, দাবি জুভে সমর্থকদের

Follow Us

তুরিন: বিতর্ক থামছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিয়ে। এক দিকে পোর্তোর (Porto) বিরুদ্ধে ফ্রি কিকের সময় মুখ ঘুরিয়ে নেওয়ার সময় তাঁর পায়ের তলা দিয়ে বল চলে গিয়েছিল। যা আর জুভেন্তাস (Juventus) কিপার দেখতে পাননি। গোল হয়ে যায়। রোনাল্ডোর এই ঘটনাকে ভুলতে পারছেন না ক্লাবের সমর্থকরা। তাঁরা দাবি করেছেন, ক্ষমা চাইতে হবে সিআর সেভেনকে। এরই মধ্যে আবার রোনাল্ডোর রিয়াল মাদ্রিদে ফেরা নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। অবশ্য এ নিয়ে রিয়ালের কর্তারা মুখ খোলেননি।

পাঁচ বারের ব্যালন ডি’ওর জেতা রোনাল্ডোকে ঘিরে এখন কার্যত ঝড় বইছে। ফ্রি কিকের সময় তাঁর মুখ ঘুরিয়ে নেওয়া নিয়ে রীতিমতো বিঁধছেন জুভেন্তাসের প্রাক্তনরাও। জুভের প্রাক্তন ফুটবলার আলেসিও তাচিনার্দি বলেছেন, ‘গত সপ্তাহে লাজিও ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু পোর্তো ম্যাচে কী করল? ফেদেরিকো চিয়েসা কিন্তু ম্যাচের পর টিভিতে কথা বলেছিল। রোনাল্ডোরও তাই করা উচিত। সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া উচিত ওর।’

আরও পড়ুন: কোহলির আউট নিয়ে রসিকতা, বিতর্কে উত্তরাখণ্ড পুলিশ

জুভেন্তাসের প্রাক্তন চেয়ারম্যান জিওভানি গিগলি বলেছেন, ‘রোনাল্ডো যে দিন পা রেখেছিল জুভেন্তাসে, সে দিনই আমি বলেছিলাম, ও দারুণ প্লেয়ার। কিন্তু খুব দামি। এখন জুভেন্তাসকে বুঝতে হবে, কী করবে? যদি হিসেব দেখা হয়, তা হলে দেখা যাবে গোল পিছু রোনাল্ডো ১ মিলিয়ন ইউরো করে নিচ্ছে। এই মরসুমের পর রোনাল্ডোকে ছেড়ে দেওয়া উচিত ক্লাবের।’

ঘটনা হল, রোনাল্ডো নিজেও জানেন তাঁকে নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। ইউরোপের সমস্ত কাগজ তা নিয়ে ফলাও করে লিখেওছে। কিন্তু রিয়াল এ নিয়ে সরকারি ভাবে কিছু বলেনি। টিমের কোচ জিনেদিন জিদান শুধু বলেছেন, ‘ও কেমন প্লেয়ার, খুব ভাল করে জানি। ও কী করেছে, সেটাও জানি। রোনাল্ডো রিয়ালে ইতিহাস তৈরি করেছিল। দারুণ প্লেয়ার।’ এরপরই জুড়েছেন, ‘কিন্তু এখন রোনাল্ডো জুভেন্তাসের প্লেয়ার। অন্য টিমের প্লেয়ারকে আমি সব সময় সম্মান করি। কিন্তু ওর দলবদল নিয়ে মিডিয়া কী বলছে, তা নিয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন: বুমরাকে টপকে গেলেন চাহাল

Next Article