Champions League: চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় গ্রাহাম পটারের চেলসির
ডায়নামো জাগ্রেবের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছিল চেলসি। সেই হারে চাকরি হারান থমাস তুচেল। নয়া কোচ হন গ্রাহাম পটার। তিনিও অবশ্য দায়িত্ব নিয়েই চেলসিকে জয় এনে দিতে পারেননি। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা।