Champions League: চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় গ্রাহাম পটারের চেলসির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 07, 2022 | 3:01 PM

ডায়নামো জাগ্রেবের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছিল চেলসি। সেই হারে চাকরি হারান থমাস তুচেল। নয়া কোচ হন গ্রাহাম পটার। তিনিও অবশ্য দায়িত্ব নিয়েই চেলসিকে জয় এনে দিতে পারেননি। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

1 / 5
ডায়নামো জাগ্রেবের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছিল চেলসি। সেই হারে চাকরি হারান থমাস তুচেল। নয়া কোচ হন গ্রাহাম পটার। তিনিও অবশ্য দায়িত্ব নিয়েই চেলসিকে জয় এনে দিতে পারেননি। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা। (ছবি:টুইটার)

ডায়নামো জাগ্রেবের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করেছিল চেলসি। সেই হারে চাকরি হারান থমাস তুচেল। নয়া কোচ হন গ্রাহাম পটার। তিনিও অবশ্য দায়িত্ব নিয়েই চেলসিকে জয় এনে দিতে পারেননি। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা। (ছবি:টুইটার)

2 / 5
কর্নার কিক থেকে বল পেয়ে ২৪ মিনিটে ফরাসি ডিফেন্ডার ওয়েসলে ফফানা চেলসিকে এগিয়ে দেন। বিরতির পর ৫৮ মিনিটে চেলসির হয়ে গোল করেন পিয়ের-এমেরিক অবামেয়াং। এর ঠিক চার মিনিট পর গোল করেন ইংলিশ রাইট ব্যাক রিস জেমস।(ছবি:টুইটার)

কর্নার কিক থেকে বল পেয়ে ২৪ মিনিটে ফরাসি ডিফেন্ডার ওয়েসলে ফফানা চেলসিকে এগিয়ে দেন। বিরতির পর ৫৮ মিনিটে চেলসির হয়ে গোল করেন পিয়ের-এমেরিক অবামেয়াং। এর ঠিক চার মিনিট পর গোল করেন ইংলিশ রাইট ব্যাক রিস জেমস।(ছবি:টুইটার)

3 / 5
চেলসির জালে একবারও বল জড়াতে পারেনি এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এসি মিলান এভাবে কোনওদিন হারেনি। ম্যাচে তারা ৪৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। শট নেয় মাত্র ৪টি।(ছবি:টুইটার)

চেলসির জালে একবারও বল জড়াতে পারেনি এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এসি মিলান এভাবে কোনওদিন হারেনি। ম্যাচে তারা ৪৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। শট নেয় মাত্র ৪টি।(ছবি:টুইটার)

4 / 5
তাঁর তত্ত্বাবধানে চেলসি প্রথম জয় পাওয়ায় খুশি কোচ গ্রাহাম পটার। শুরুর দিকে নার্ভাস দেখালেও দলের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। কোচের মতে, তিনটি গোল ছিল দুর্দান্ত।(ছবি:টুইটার)

তাঁর তত্ত্বাবধানে চেলসি প্রথম জয় পাওয়ায় খুশি কোচ গ্রাহাম পটার। শুরুর দিকে নার্ভাস দেখালেও দলের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। কোচের মতে, তিনটি গোল ছিল দুর্দান্ত।(ছবি:টুইটার)

5 / 5
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চেলসি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে এসি মিলান।(ছবি:টুইটার)

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চেলসি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে এসি মিলান।(ছবি:টুইটার)

Next Photo Gallery