লন্ডন: তাঁর কোচিং ম্যানুয়েলে বায়ার্ন মিউনিখ আর ম্যাঞ্চেস্টার সিটিই সেরা ক্লাব। সাফল্যের নিরীখে, ট্রফির খতিয়ানে। পেপ গুয়ার্দিওলার সিটির বিরুদ্ধেই ২৯ মে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে (UEFA Champions League Final) নামবে থমাস তুচেলের (Thomas Tuchel) টিম। দুরন্ত ছন্দে থাকা সিটির বিরুদ্ধে চেলসিকেও (Chelsea) তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন কোচ।
রিয়াল মার্দিদের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ২-০ জিতে ফাইনালের টিকিট পেয়েছে চেলসি। তারপর উচ্ছ্বসিত তুচেল বলেছেন, ‘টিম যে ভাবে খেলেছে, আমি সত্যিই আপ্লুত। যাবতীয় কৃতিত্ব টিমের। বরাবরই একটা কথা বলি। ফুটবলে একটা মান তৈরি করেছে বায়ার্ন আর সিটি। সেই সিটির বিরুদ্ধেই ফাইনাল। ওদের সঙ্গে যতটুকু ফারাক আছে, মুছে ফেলতে হবে।’
‘Amazing team effort. Again.’ ?
— Chelsea FC (@ChelseaFC) May 5, 2021
মরসুমে এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হবে সিটি-চেলসি। তুলেচ দায়িত্ব নেওয়ার আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসিকে তাদের ঘরের মাঠে ইপিএলের ম্যাচে ৩-১ হারিয়ে গিয়েছিল গুয়ার্দিওলার টিম। এফএ কাপের সেমিফাইনালে তুচেলের চেলসি অবশ্য সিটিকে ১-০ হারিয়েছিল। ইপিএলের ফিরতি ম্যাচ এখনও বাকি। তুলেচ বলেছেন, ‘এফএ কাপের সেমিফাইনালে সিটির বিরুদ্ধে চেলসি দারুণ পারফর্ম করেছিল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টিমের কাছে ওইরকম লড়াই চাই।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেপের সিটির মুখে তুচেলের চেলসি
তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একবার হার, একবার জয়। এ বার ট্রফির স্বাদ পেতে মরিয়া চেলসি। পাশাপাশি আবার ১৫ মে এফএ কাপের ফাইনালে লেস্টার সিটির বিরুদ্ধে নামবে তুচেলের টিম। দুটো ফাইনালেই জেতার স্বপ্ম দেখছেন তুচেল। ‘আমরা এখন দুটো ফাইনাল খেলব। প্রথম দিন থেকে চেলসি পরিবার আমার পাশে থেকে, সমর্থন করেছে। এবার ফিরিয়ে দেওয়ার পালা। টিমের মতো আমিও আত্মবিশ্বাসী, সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।’