‘একটু ছেড়ে খেলুন’, ইস্টবেঙ্গল কর্তাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2021 | 7:02 PM

যে চুক্তি বিতর্ক নিয়ে ইনভেস্টর এবং লাল-হলুদের দড়ি টানাটানি এখনও চলছে, তা যে মুখ্যমন্ত্রী ভালো ভাবে নিচ্ছেন না, তাঁর কথাতেই পরিষ্কার।

একটু ছেড়ে খেলুন, ইস্টবেঙ্গল কর্তাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'একটু ছেড়ে খেলুন', ইস্টবেঙ্গল কর্তাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Follow Us

কলকাতা: খেলা হবে দিবসের সূচনা মঞ্চ থেকে ইস্টবেঙ্গল কর্তাদের ‘ছেড়ে খেলার’ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। যে চুক্তি বিতর্ক নিয়ে ইনভেস্টর এবং লাল-হলুদের দড়ি টানাটানি এখনও চলছে, তা যে মুখ্যমন্ত্রী ভালো ভাবে নিচ্ছেন না, তাঁর কথাতেই পরিষ্কার। মমতার পরামর্শ, জটিলতা মিটিয়ে আইএসএলের (ISL) মঞ্চে ফিরুক ইস্টবেঙ্গল (East Bengal)।

কোনও রাখঢাক না করেই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘৫ বছরের জন্য কেউ গ্যারান্টি নেবে, ৫০ কোটি টাকা বছরে খরচ করবে, এটাও তো মুখের কথা নয়। সদস্যদের ক্লাবে ঢোকার ক্ষেত্রেও তো নিষেধাজ্ঞা নেই। যেটুকু জটিলতা আছে, মিটে যাবে। ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে।’

প্রাক্তন সচিব পার্থ সেনগুপ্তকে সমস্যা মেটানোর জন্য আসরে নামিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। অভিজ্ঞ আইনজীবী মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। তাঁর পরামর্শে শ্রী সিমেন্ট কর্তারা চুক্তিপত্রে বেশ কিছু বদলও এনেছেন। প্রশ্ন হল, যখন ইনভেস্টর নমনীয় হচ্ছে, তখন চুক্তি স্বাক্ষরে বাধা কোথায়? ইস্টবেঙ্গল কর্তারা টালবাহানা করেই চলেছেন। এদিকে আইএসএলের টিম গঠনের সময়সীমা হুহু করে পেরিয়ে যাচ্ছে। ইনভেস্টরদের তরফ থেকে বলা হচ্ছে, কবে সই করবেন কর্তারা আর কবেই বা তৈরি হবে টিম?

যে যে যুক্তিতে ইস্টবেঙ্গল এতদিন চুক্তিপত্রে সই করেনি, তার কোনওটাই এখন আর গুরুত্বপূর্ণ নয়। এমন কি যে সমস্ত কারণ দেখিয়ে চুক্তিপত্রে সই করতে নারাজ ছিল ক্লাব, তাও আর নেই। তাহলে সমস্যা কোথায়? এ প্রশ্ন খোদ মুখ্যমন্ত্রীর। মঞ্চ থেকেই তিনি বলেছেন, ‘একটু ছেড়ে খেলুন। একটু ছেড়ে খেললে ওই সমস্যা মিটে যাবে। আমি বিশ্বাস করি, ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারবে।’

মঞ্চ যতই খেলা হবে-র হোক, ইস্টবেঙ্গল যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের জ্বলন্ত ইস্যু তা খুব ভালো করেই জানেন মুখ্যমন্ত্রী। সেই কারণে অনুষ্ঠানের মাঝখানে মঞ্চ থেকে বললেন, ‘ইস্টবেঙ্গলের মনটা কি একটু খারাপ খারাপ? কারা আছেন ইস্টবেঙ্গলের, দেখি একটু হাত তুলুন তো। চিন্তা নেই হয়ে যাবে। একটু মনোমালিন্য হচ্ছে ঠিকই, সমস্ত কিছু মিটে যাবে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক।’ মুখ্যমন্ত্রীর এই কটা কথার পরই ঝড় ওঠে হাততালির।

তা হলে ইস্টবেঙ্গলের অবস্থান কী? এই মুহূর্তে কর্তারা নো আনসারিং মোডে চলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসরে নেমে পড়েছেন, তা জেনে গিয়েছেন দেবব্রত সরকার গোষ্ঠীরা। আর তাই মুখে কুলুপ আঁটাই সহজ পথ হিসেবে নিয়েছেন।

আরও পড়ুন: EASTBENGAL : শহরে বাঙ্গুর, কাল ‘দোতলা ‘ ইস্টবেঙ্গলের উদ্বোধন

Next Article