কোপা আমেরিকার সূচি প্রকাশিত, দেখে নিন মেসি-নেইমারদের খেলা কবে?

Mar 16, 2021 | 4:57 PM

দুই গ্রুপের সেরা চারটি দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল। নক আউট পর্ব শুরু হবে ২ জুলাই। কোপা আমেরিকার (Copa America) ফাইনাল হবে ১০ জুলাই।

কোপা আমেরিকার সূচি প্রকাশিত, দেখে নিন মেসি-নেইমারদের খেলা কবে?
কোপা আমেরিকার সূচি প্রকাশিত, দেখে নিন মেসি-নেইমারদের খেলা কবে?

Follow Us

অপেক্ষার অবসান। জুন মাসেই জাতীয় দলের হয়ে মাঠে নামবেন মেসি-নেইমাররা। ১৩ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা (Copa America)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্তিনা (Argentina) ও চিলি (Chile)। করোনার (COVID-19) জন্য এক বছর পিছিয়ে গেছে কোপা আমেরিকা। গত বছরের জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রথম বার আর্জেন্তিনা ও কলম্বিয়া যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। ৪৭তম কোপাতে অংশগ্রহণ করছে ১০টি দল। এ গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা। বি গ্রুপে রয়েছে আর্জেন্তিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

 

 

কোপা আমেরিকার প্রথম দিনই মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina)। এক নজরে দেখে নিন টুর্নামেন্টে আর্জেন্তিনার সূচি-
১. আর্জেন্তিনা-চিলি (১৩ জুন)
২. আর্জেন্তিনা-উরুগুয়ে (১৭ জুন)
৩. আর্জেন্তিনা-প্যারাগুয়ে (২০ জুন)
৪. আর্জেন্তিনা-বলিভিয়া (২৭ জুন)

আরও পড়ুন: ১৩ জুন শুরু কোপা, প্রথম দিনই মাঠে মেসিরা

কোপা আমেরিকার দ্বিতীয় দিন মাঠে নামবে নেইমারদের ব্রাজিল (Brazil)। এক নজরে দেখে নিন টুর্নামেন্টে ব্রাজিলের সূচি-
১. ব্রাজিল-ভেনেজুয়েলা (১৪ জুন)
২. পেরু-ব্রাজিল (১৮ জুন)
৩. কলম্বিয়া-ব্রাজিল (২৪ জুন)
৪. ইকুয়েডর-ব্রাজিল (২৮ জুন)

দুই গ্রুপের সেরা চারটি দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল। নক আউট পর্ব শুরু হবে ২ জুলাই। কোপা আমেরিকার ফাইনাল হবে ১০ জুলাই।

Next Article