বার্সেলোনা: আগামী মরসুমে তিনি বার্সেলোনায় (Barcelona) খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। জল্পনার মধ্যেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিও মেসি (Lionel Messi)। সোমবার রাতে আরও এক নজির গড়লেন ফুটবলের যুবরাজ। কাতালান ক্লাবের জার্সিতে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন তিনি। সব ঠিক থাকলে সোমবার ক্লাবের পরবর্তী ম্যাচেই সবার ওপরে থাকবে মেসির নাম।
Assorted #Messi stats:
2 golazos (tonight)
1 assist (tonight)
767 games (career)
Pichichi (season)
Man of the match (tonight)
Greatest of all time (forever) pic.twitter.com/uku5sPETcG— FC Barcelona (@FCBarcelona) March 15, 2021
সোমবার রাতে বার্সেলোনার হয়ে ৭৬৭ তম ম্যাচ খেললেন লিও। বার্সেলোনার প্রাক্তন অধিনায়ক ও মেসির এক সময়ের সতীর্থ জাভি হার্নান্ডেজও (Xavi) কাতালান ক্লাবের হয়ে খেলেছেন ৭৬৭টি ম্যাচ। আগামী সোমবার রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৭৬৮ তম ম্যাচ খেলবেন লিও। বার্সেলোনার জার্সিতে সব থেকে বেশি ম্যাচ। ফুটবল মহলের মতে এই রেকর্ড ভাঙা কার্যত অসম্ভব।
আরও পড়ুন: তৃতীয়বার বাবা হলেন সাকিব আল হাসান
নিজের কেরিয়ারের ঐতিহাসিক ম্যাচ জোড়া গোলে সেলিব্রেট করলেন মেসি। ১৩ মিনিট ও ৯০ মিনিটে গোল করেন লিও। ম্যাচ শেষে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানের মুখে মেসি বন্দনা। ক্লাবের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ফুটবলার মেসি, বলছেন বার্সা কোচ। তাঁর কথায়, ‘বছরের পর বছর, ম্যাচের পর ম্যাচে মেসি প্রমাণ করেছে বিশ্বের সেরা ফুটবলার ও। আমরা ধন্য যে মেসি আমাদের সঙ্গে আছে।’