৯০০তম ম্যাচে গোলহীন মেসি, কোপার সেমিফাইনালে হার বার্সার
কোপা দেল রে-র (Copa del Rey) সেমি ফাইনালের প্রথম লেগে বুধবার সেভিয়া (Sevilla) ২-০ গোলে হারাল বার্সেলোনাকে (Barcelona)। পাশাপাশি এদিন লিওনেল মেসি (Leo Messi) তাঁর কেরিয়ারের ৯০০তম ম্যাচে নেমেছিলেন। কিন্তু মাইলস্টোন ম্যাচে গোল ছাড়াই মাঠ ছাড়তে হল লিওকে।