গোয়া: ডু অর ডাই। প্লে অফে উঠতে হলে প্রত্যেক ম্যাচই এখন কার্যত ‘নকআউট’। শুক্রবার সামনে হায়দরাবাদ এফসি। জামশেদপুর ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল-হলুদের। প্লে অফের আশা জিইয়ে রেখেছেন স্টেইনম্যানরা। ডার্বির আগে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মরিয়া মশাল বাহিনী।
We’ll host Hyderabad FC in our 17th Hero #ISL fixture at the Tilak Maidan Stadium tomorrow.
হিরো আইএসএল-এ আমাদের পরবর্তী প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তিলক ময়দানে আগামীকাল ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০টা থেকে। #ChhilamAchiThakbo #JoyEastBengal #SCEBHFC #LetsFootball pic.twitter.com/3Kd0SQMMPL
— SC East Bengal (@sc_eastbengal) February 11, 2021
১৬ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের ঝুলিতে ১৬ পয়েন্ট। প্লে অফে উঠতে হলে বাকি ৪টি ম্যাচই জিততে হবে ব্রাইটদের। অন্যদিকে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৪ নম্বরে হায়দরাবাদ এফসি। শেষ ৮ ম্যাচ অপরাজিত ম্যানুয়েল রোকার দল। এসসি ইস্টবেঙ্গলকে হারালে প্লে অফের পথ সুগম হবে। ডু অর ডাই পরিস্থিতিতে অল আউট ঝাঁপানোই লক্ষ্য লাল-হলুদ শিবিরের। কোচ রবি ফাউলার নির্বাসনের জন্য বেঞ্চে বসতে পারবেন না। গ্যালারিতে বসেই জামশেদপুর ম্যাচে দলকে জিততে দেখেছেন। ডাগ আউটে না থাকলেও অঙ্ক কষে রেখেছেন ফাউলার। ব্রিটিশ কোচের স্ট্র্যাটেজিকে মাঠে কাজে লাগাতে মরিয়া ব্রাইট-স্টেইনম্যানরা।
উইনিং কম্বিনেশন ধরে রেখেই শুক্রবারের দল সাজাতে চলেছে লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। আক্রমণকে হাতিয়ার করেই হায়দরাবাদকে ঘায়েল করতে প্রস্তুত এসসি ইস্টবেঙ্গল। প্রথম সাক্ষাতে এগিয়ে গিয়েও হায়দরাবাদের কাছে ৩-২ গোলে হারতে হয়েছিল মাগোমাদের। সান্তানা-ভিক্টরদের বিরুদ্ধে নামার আগে রক্ষণে বিশেষ নজর এসসি ইস্টবেঙ্গলের। হায়দরাবাদের বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলাররাও দারুণ খেলছেন। এটাই সবচেয়ে ভাবাচ্ছে মশাল বাহিনীকে। হোলিচরণ নার্জারি, লিস্টন কোলাসো, আশিস রাই থেকে মহঃ ইয়াসির, আকাশ মিশ্র- একঝাঁক তরুণ ফুটবলাররা ফুল ফোটাচ্ছেন নিজামের শহরের হয়ে।
আরও পড়ুন:ফের হারলে অধিনায়কত্ব ছাড়ুক বিরাট : মন্টি পানেসর
ড্যানি ফক্স, স্কট নেভিল, মাগোমারা ইতিমধ্যেই ৩টি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। হায়দরাবাদ ম্যাচে আর একটি করে হলুদ কার্ড দেখলেই ডার্বিতে সমস্যায় পড়বে এসসি ইস্টবেঙ্গল। আদ্রিয়ান সান্তানাদের মোকাবিলা করার আগে এটাও চিন্তায় রাখছে। জামশেদপুরের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে অভিষেক হয়েছিল দুই বঙ্গতনয় সৌরভ দাস আর সার্থক গোলুইয়ের। সৌরভ-সার্থকের খেলায় বেশ খুশি টিম ম্যানেজমেন্ট। ডু অর ডাই পরিস্থিতিতে আশা জিইয়ে রাখতে শুক্রবার ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া স্টেইনম্যানরা। ডার্বির আগে একটা জয়ই পারে মশালে বারুদ জমাতে।
গোয়া: ডু অর ডাই। প্লে অফে উঠতে হলে প্রত্যেক ম্যাচই এখন কার্যত ‘নকআউট’। শুক্রবার সামনে হায়দরাবাদ এফসি। জামশেদপুর ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল-হলুদের। প্লে অফের আশা জিইয়ে রেখেছেন স্টেইনম্যানরা। ডার্বির আগে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মরিয়া মশাল বাহিনী।
We’ll host Hyderabad FC in our 17th Hero #ISL fixture at the Tilak Maidan Stadium tomorrow.
হিরো আইএসএল-এ আমাদের পরবর্তী প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তিলক ময়দানে আগামীকাল ম্যাচ শুরু সন্ধ্যে ৭.৩০টা থেকে। #ChhilamAchiThakbo #JoyEastBengal #SCEBHFC #LetsFootball pic.twitter.com/3Kd0SQMMPL
— SC East Bengal (@sc_eastbengal) February 11, 2021
১৬ ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের ঝুলিতে ১৬ পয়েন্ট। প্লে অফে উঠতে হলে বাকি ৪টি ম্যাচই জিততে হবে ব্রাইটদের। অন্যদিকে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৪ নম্বরে হায়দরাবাদ এফসি। শেষ ৮ ম্যাচ অপরাজিত ম্যানুয়েল রোকার দল। এসসি ইস্টবেঙ্গলকে হারালে প্লে অফের পথ সুগম হবে। ডু অর ডাই পরিস্থিতিতে অল আউট ঝাঁপানোই লক্ষ্য লাল-হলুদ শিবিরের। কোচ রবি ফাউলার নির্বাসনের জন্য বেঞ্চে বসতে পারবেন না। গ্যালারিতে বসেই জামশেদপুর ম্যাচে দলকে জিততে দেখেছেন। ডাগ আউটে না থাকলেও অঙ্ক কষে রেখেছেন ফাউলার। ব্রিটিশ কোচের স্ট্র্যাটেজিকে মাঠে কাজে লাগাতে মরিয়া ব্রাইট-স্টেইনম্যানরা।
উইনিং কম্বিনেশন ধরে রেখেই শুক্রবারের দল সাজাতে চলেছে লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। আক্রমণকে হাতিয়ার করেই হায়দরাবাদকে ঘায়েল করতে প্রস্তুত এসসি ইস্টবেঙ্গল। প্রথম সাক্ষাতে এগিয়ে গিয়েও হায়দরাবাদের কাছে ৩-২ গোলে হারতে হয়েছিল মাগোমাদের। সান্তানা-ভিক্টরদের বিরুদ্ধে নামার আগে রক্ষণে বিশেষ নজর এসসি ইস্টবেঙ্গলের। হায়দরাবাদের বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলাররাও দারুণ খেলছেন। এটাই সবচেয়ে ভাবাচ্ছে মশাল বাহিনীকে। হোলিচরণ নার্জারি, লিস্টন কোলাসো, আশিস রাই থেকে মহঃ ইয়াসির, আকাশ মিশ্র- একঝাঁক তরুণ ফুটবলাররা ফুল ফোটাচ্ছেন নিজামের শহরের হয়ে।
আরও পড়ুন:ফের হারলে অধিনায়কত্ব ছাড়ুক বিরাট : মন্টি পানেসর
ড্যানি ফক্স, স্কট নেভিল, মাগোমারা ইতিমধ্যেই ৩টি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। হায়দরাবাদ ম্যাচে আর একটি করে হলুদ কার্ড দেখলেই ডার্বিতে সমস্যায় পড়বে এসসি ইস্টবেঙ্গল। আদ্রিয়ান সান্তানাদের মোকাবিলা করার আগে এটাও চিন্তায় রাখছে। জামশেদপুরের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে অভিষেক হয়েছিল দুই বঙ্গতনয় সৌরভ দাস আর সার্থক গোলুইয়ের। সৌরভ-সার্থকের খেলায় বেশ খুশি টিম ম্যানেজমেন্ট। ডু অর ডাই পরিস্থিতিতে আশা জিইয়ে রাখতে শুক্রবার ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া স্টেইনম্যানরা। ডার্বির আগে একটা জয়ই পারে মশালে বারুদ জমাতে।