ফের হারলে অধিনায়কত্ব ছাড়ুক বিরাট : মন্টি পানেসর

সচিন তেন্ডুলকর আর অ্যালেস্টার কুকের নামে হোক ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম। টুইট করে জানান ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর

ফের হারলে অধিনায়কত্ব ছাড়ুক বিরাট : মন্টি পানেসর
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 11, 2021 | 1:50 PM

নয়া দিল্লি: ভারত দ্বিতীয় টেস্ট হারলে নেতৃত্ব থেকে সরে দাঁড়াক বিরাট কোহলি। বক্তা ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। কোহলির নেতৃত্বে টানা ৪ টেস্টে হেরেছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে আর ইংল্যান্ডের বিরুদ্ধে চিপক টেস্টে হেরেছে কোহলির নেতৃত্বাধীন ভারত। বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই প্রশ্ন তুলছেন কোহলির অধিনায়কত্ব নিয়ে। সেই সুরে সুর মেলালেন মন্টি পানেসরও।

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার বলেন, ‘বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে তার নেতৃত্বে ভারতীয় দল পারফর্ম করতে পারছে না। আমার মনে হয়, রাহানের নেতৃত্বে ভারতীয় দলের ভালো ফল হওয়ায় চাপে রয়েছেন বিরাট কোহলি। টানা ৪ টেস্টে হেরেছেন ক্যাপ্টেন কোহলি। চিপকে দ্বিতীয় টেস্টে হারলে সংখ্যাটা দাঁড়াবে ৫-এ। যদি সে রকম হয়, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বিরাট কোহলির।’

এরই সঙ্গে একটি প্রস্তাবও রাখেন মন্টি পানেসার। তাঁর দাবি,সচিন তেন্ডুলকর আর অ্যালেস্টার কুকের নামে হোক ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম। টুইট করে জানান ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার। তাঁর মতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ হোক তেন্ডুলকর-কুক ট্রফি।

আরও পড়ুন:৯০০তম ম্যাচে গোলহীন মেসি, কোপার সেমিফাইনালে হার বার্সার

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পরিচিত বর্ডার-গাভাসকর ট্রফি হিসেবে। দুই দেশের প্রাক্তন অধিনায়কের নামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের নামকরণ করা হয়েছে। যুক্তি হিসেবে মন্টি পানেসর বলেন, ‘ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়ে টেস্টে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর আর অ্যালেস্টার কুক। এ ছাড়া একে অপরের বিরুদ্ধে অনেকগুলি ম্যাচও খেলেছেন। সচিন কত বড় ক্রিকেটার তা আমরা সবাই জানি। আর সচিন তেন্ডুলকরের নামে এখনও পর্যন্ত কোনও সিরিজের নামকরণ হয়নি।’