ফ্রি কিক থেকে গোলটাই সেরা, বলছেন মার্সেলিনহো

sushovan mukherjee |

Feb 11, 2021 | 7:41 PM

বেঙ্গালুরু ম্যাচের গোল আর সেরার পুরস্কার হাবাসকে উৎসর্গ করছেন মার্সেলিনহো

Follow Us

গোয়া:আইএসএলে জয়ের হ্যাটট্রিক। তিন ম্যাচে সাত গোল। লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের পার্থক্য কমে দাঁড়িয়েছে মাত্র ১। লিগ পর্যায়ের শেষ ল্যাপে চেনা ছন্দে হাবাসের দল। গোলের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণা। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই ম্যাজিক দেখাচ্ছেন মার্সেলিনহো। বলা চলে, ওড়িশা থেকে ব্রাজিলীয় স্ট্রাইকার আসতেই বদলে গেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন এখন যেন হ্যাপি ফ্যামিলি।

বেঙ্গালুরু এফ সির বিরুদ্ধে ফ্রিকিকে দুরন্ত গোল করেছিলেন মার্সেলিনহো। সবুজ-মেরুনের গেম চেঞ্জার বলছেন, ‘গুরপ্রীত সিং ভারতের সেরা গোলকিপার। ফ্রি কিকে করা এটা আমার অন্যতম সেরা গোল। তাই এরকম একটা গোল করতে পেরে আমি খুবই তৃপ্ত।’

বেঙ্গালুরু ম্যাচের গোল আর সেরার পুরস্কার হাবাসকে উৎসর্গ করছেন মার্সেলিনহো। কারণ হিসাবে ব্রাজিলীয় স্ট্রাইকার বলছেন, ‘গত এক সপ্তাহে উনি আমাকে প্রতিদিন প্রচুর সেটপিস অনুশীলন করিয়েছেন। বিশেষ করে ফ্রি কিক। মোহনবাগানে এসে আমি যে সাফল্য পাচ্ছি, সেটা অনুশীলনে পরিশ্রমের সুফল।’

আরও পড়ুন:রুটকে ছাড়াই ইংল্যান্ডের টি-২০ দল

মোহনবাগানের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। জয়ের ধারা অব্যাহত রেখে লিগ শীর্ষে যাওয়াই এখন টার্গেট সবুজ-মেরুন ব্রিগেডের।

গোয়া:আইএসএলে জয়ের হ্যাটট্রিক। তিন ম্যাচে সাত গোল। লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের পার্থক্য কমে দাঁড়িয়েছে মাত্র ১। লিগ পর্যায়ের শেষ ল্যাপে চেনা ছন্দে হাবাসের দল। গোলের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণা। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই ম্যাজিক দেখাচ্ছেন মার্সেলিনহো। বলা চলে, ওড়িশা থেকে ব্রাজিলীয় স্ট্রাইকার আসতেই বদলে গেছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন এখন যেন হ্যাপি ফ্যামিলি।

বেঙ্গালুরু এফ সির বিরুদ্ধে ফ্রিকিকে দুরন্ত গোল করেছিলেন মার্সেলিনহো। সবুজ-মেরুনের গেম চেঞ্জার বলছেন, ‘গুরপ্রীত সিং ভারতের সেরা গোলকিপার। ফ্রি কিকে করা এটা আমার অন্যতম সেরা গোল। তাই এরকম একটা গোল করতে পেরে আমি খুবই তৃপ্ত।’

বেঙ্গালুরু ম্যাচের গোল আর সেরার পুরস্কার হাবাসকে উৎসর্গ করছেন মার্সেলিনহো। কারণ হিসাবে ব্রাজিলীয় স্ট্রাইকার বলছেন, ‘গত এক সপ্তাহে উনি আমাকে প্রতিদিন প্রচুর সেটপিস অনুশীলন করিয়েছেন। বিশেষ করে ফ্রি কিক। মোহনবাগানে এসে আমি যে সাফল্য পাচ্ছি, সেটা অনুশীলনে পরিশ্রমের সুফল।’

আরও পড়ুন:রুটকে ছাড়াই ইংল্যান্ডের টি-২০ দল

মোহনবাগানের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। জয়ের ধারা অব্যাহত রেখে লিগ শীর্ষে যাওয়াই এখন টার্গেট সবুজ-মেরুন ব্রিগেডের।

Next Article