দোহা: বিতর্ক, জল্পনাকে সঙ্গী করেই বিশ্বকাপে(FIFA World Cup) এসেছিলেন। বিদায় নিয়েছেন চোখের জলে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের স্বপ্নে ইতি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano Ronaldo)। বিশ্বকাপের মাঝে তাঁর ক্লাব ফুটবলে অবস্থান নিয়ে একাধিক জল্পনার সুত্রপাত হয়েছিল। সেই সঙ্গেই প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখেননি কোচ ফার্নান্দো স্যান্টোস(Fernando Santos)। সেই নিয়েও বিতর্কের ঝড় ওঠে। সম্ভবত এটাই তাঁর শেষ বিশ্বকাপ। অনুমান ছিল ফুটবল বিশ্বের। তবে খোলসা করে কিছু জানাননি রোনাল্ডো, ধোঁয়াশা রেখেছিলেন। এ বার নীরবতা ভাঙলেন সিআর সেভেন। কী বললেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হার স্বীকার করে চোখের জলে মাঠ ছাড়েন ৩৮ পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মরক্কোর বিপক্ষেও তাঁকে প্রথম একাদশে রাখেননি কোচ স্যান্টোস। ম্যাচের ৫২ মিনিটের মাথায় মাঠে নামানো হয় তাঁকে। ততক্ষণে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে। পরাজয় ছাড়া পর্তুগালের ভাগ্যে আর কিছুই জোটেনি। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোচের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। তবে একটিও বাক্য ও খরচ করতে দেখা যায়নি সিআর সেভেন কে। একেবারে নীরব ছিলেন। নিজেকে সময় দিচ্ছিলেন বোধ হয়। মাঝে কেটে গিয়েছে একটা গোটা দিন। এ বার নীরবতা ভাঙলেন। ইনস্টাগ্রামে রোনাল্ডো লেখেন, “পর্তুগালের হয়ে অনেক আন্তর্জাতিক ট্রফি জিতলেও, বিশ্বকাপ জেতা আমার কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এই স্বপ্নের জন্য কঠিন লড়াই করেছি সংগ্রাম করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে ৫টি বিশ্বকাপে গোল করেছি।” এখানেই শেষ নয়, তিনি আরও জানান, বিশ্বকাপের স্বপ্নে এই মূহূর্তে ইতি ঘটলেও স্বপ্ন ও লড়াইয়ের থেকে মুখ ফেরাতে চান না তিনি। শোনা গিয়েছিল এটাই শেষ বিশ্বকাপ তাঁর, তবে কি পর্তুগালের হয়ে আবার বিশ্বমঞ্চে দেখা যাবে তাঁকে? তাঁর পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
জল্পনা যেন তাঁর পিছুই ছাড়ছে না। বিশ্বকাপের মাঝেই ক্লাব ফুটবলে তাঁর অবস্থান নিয়ে এখনও জল্পনার শেষ হয়নি। জানা গিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে যাচ্ছেন তিনি। পরে শোনা যায়, চ্যাম্পিয়নস লিগেরই কোনও ক্লাবে থাকছেন। যদিও এই বিষয়ের সত্যতা এখনও যাচাই করা হয়নি। এরই মাঝে তাঁর এই বক্তব্যকে ঘিরে আবার নতুন করে জলঘোলা শুরু হয়েছে। সিআর সেভেনের এই বক্তব্যের পর, একাধিক তারকারা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রাজিলের কিংবদন্তি পেলে তাঁর অসুস্থতার মধ্যেও রোনাল্ডোকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি লিখেছেন, ‘আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধন্যবাদ বন্ধু।’ ফ্রান্সের স্টার ফুটবলার কিলিয়ান এমবাপে তিনটি ইমোজি মুকুট, নমস্কার এবং গোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তাঁর মনের কথা। তবে কি আবার পর্তুগালের হয়ে বিশ্বকাপের ময়দানে দেখা যাবে তাঁকে? তাঁর বক্তব্যের পর আশার আলো দেখছে ভক্ত মহল।