দোহা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। কিংবা যদি বলা হয়, বিতর্কেই বাস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), ভুল হবে না। ফের আর এক দফা বিতর্কে জেরবার সিআর সেভেন। দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ লিগের শেষ ম্যাচে হেরে গিয়েছে পর্তুগাল। পর পর দুটো ম্যাচ জিতে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল রোনাল্ডোর টিম (Qatar World Cup 2022)। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাওয়া কোনও ভাবেই মানতে পারেননি। আর সেই কারণে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে। যা নিয়ে বেশ বিতর্ক চলছে। কী ঘটেছে, তুলে ধরল TV9 Bangla।
ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোকে তুলে নিয়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। পরের ম্যাচে যাতে আরও তরতাজা হয়ে মাঠে নামতে পারেন। সেই সময় তাঁকে এক কোরিয়ান ফুটবলার এমন কিছু বলেছিলেন, যে কারণে চটে যান। রোনাল্ডো যা নিয়ে বলেছেন, ‘আমি মাঠ ছাড়ার সময় ঘটনাটা ঘটেছিল। এক কোরিয়ান ফুটবলার আমাকে বলেছিল, তাড়াতাড়ি যেন মাঠ থেকে বেরিয়ে যাই। আমি ওকে শান্ত হতে বলি। কারণ আমাকে ওই ভাবে কথা বলার অধিকার ওর ছিল না। আমি যদি মাঠ থেকে দেরিতে বেরোয়, যা বলার রেফারি বলবেন। ওই ঘটনাটা কোনও বিতর্ক নয়। কথা কাটাকাটি ছাড়া আর কিছু ছিল না।’
Pepe defending Cristiano Ronaldo… brotherhood. pic.twitter.com/0jYGj1MPmJ
— TC (@totalcristiano) December 3, 2022
রোনাল্ডো যাই বলুন না কেন, বিতর্ক কিন্তু জড়িয়ে ফেলেছে রোনাল্ডোকে। সিআর সেভেন তো বটেই, পর্তুগাল কোচকেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সান্তোস বলেছেন, ‘মাঠে কী ঘটেছিল, সেটা সবাই দেখেছে। কোরিয়ার এক ফুটবলের উপর রোনাল্ডো রেগে গিয়েছিল। ওই কোরিয়ান প্লেয়ার ওকে অসম্মান করেছিল। বলেছিল, মাঠ ছেড়ে যেন বেরিয়ে যায়। আমি নিজেও পুরো ব্যাপারটার সাক্ষী রয়েছি।’
দক্ষিণ কোরিয়া শিবির থেকেও অবশ্য রোনাল্ডোর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। বরং তাঁরা বিতর্ক থেকে দূরেই থাকতে চাইছেন। কোরিয়ান মিডফিল্ডার হোয়াং ইন-বেওম বলেছেন, ‘আমি ঘটনাটা দেখিইনি। ওই সময় আমি ভীষণ ক্লান্ত ছিলাম। যে কারণে মাঠের দিকেই তাকিয়েছিলাম। যে কারণে ব্যাপারটা চোখে পড়েনি।’