রোনাল্ডোর রেকর্ড ম্যাচে জুভের জয়

Mar 03, 2021 | 12:43 PM

সিরি-আ- (Serie A)তে মঙ্গলবার স্পেজিয়াকে (Spezia) ৩-০ হারাল জুভেন্তাস (Juventus)। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) রেকর্ড ম্যাচে গোল পেলেন। সিআর সেভেন ৬০০তম লিগ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। এর পাশাপাশি সিরি আ-র এক মরসুমে টানা ২০ গোলের নয়া রেকর্ডও গড়লেন রোনাল্ডো।

1 / 5
সিরি আ-তে স্পেজিয়াকে ৩-০ গোলে হারানোর দিন রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সিরি আ-তে স্পেজিয়াকে ৩-০ গোলে হারানোর দিন রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

2 / 5
ম্যাচের ৮৯ মিনিটে জুভের হয়ে জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচের ৮৯ মিনিটে জুভের হয়ে জয়সূচক গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

3 / 5
সিরি আ-র এক মরসুমে টানা ২০ গোলের নয়া রেকর্ড গড়লেন সিআর সেভেন।

সিরি আ-র এক মরসুমে টানা ২০ গোলের নয়া রেকর্ড গড়লেন সিআর সেভেন।

4 / 5
ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে শেষ ১২ মরসুমে কমপক্ষে ২০ গোলের রেকর্ড রয়েছে একমাত্র এই পর্তুগিজ তারকার ঝুলিতে।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে শেষ ১২ মরসুমে কমপক্ষে ২০ গোলের রেকর্ড রয়েছে একমাত্র এই পর্তুগিজ তারকার ঝুলিতে।

5 / 5
এই ম্যাচে জয়ের পর জুভেন্তাস রয়েছে লিগ তালিকার ৩ নম্বরে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

এই ম্যাচে জয়ের পর জুভেন্তাস রয়েছে লিগ তালিকার ৩ নম্বরে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

Next Photo Gallery