লন্ডন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেললে সমালোচনা নিতেই হবে। ১৮ বছর খেলেছেন ওই ক্লাবে। খুব ভালো করেই এ সব জানেন। এমনই বলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিআর সেভেন যোগ দিলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে খুব একটা ভালো খেলছে, তা নয়। বরং হারের মুখে পড়ে তীব্র সমালোচনা হয়েছে ওলে সোল্কজায়েরের টিমের। শনিবার ইপিএলের (EPL) ম্যাচে টটেনহ্যামকে ৩-০ হারিয়েছেন রোনাল্ডোরা। গোল পেয়েছেন সিআর সেভেনও।
???? ?? ???. ?????? ?⚪️⚫️?? pic.twitter.com/JQnggntuQ4
— Cristiano Ronaldo (@Cristiano) October 30, 2021
রোনাল্ডো বলেছেন, ‘সমালোচনা কোথায় নেই? সব জায়গাতেই আছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও আছে। সেটা নতুন নয়। বরাবরই ছিল। তবে এই সব সমালোচনা আমাকে খুব বেশি নাড়া দিতে পারে না। তার কারণ হল, ১৮ বছর এই ক্লাবে খেলেছি। সেই কারণেই জানি, একদিন লোকে বলবে আমরা দারুণ খেলেছি। একদিন বলবে, আমরা ভালো খেলতে পারিনি। এই পরিস্থিতিগুলোর সঙ্গে কী ভাবে চলতে হয়, তা আমি খুব ভালো করেই জানি। তবে সমর্থকরা যখন ভালোর খেলার জন্য প্রশংসা করে, তখন খুবই ভালো লাগে।’
রোনাল্ডোর পাশাপাশি গোল পেয়েছেন মার্কাস ব়্যাশফোর্ড, এডিনসন কাভানি। ১০ ম্যাচে আপাতত ১৭ পয়েন্ট সোল্কজায়েরের টিমের। লিগ টেবলের শীর্ষে চেলসি। ১০ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট তাদের। পাঁচ নম্বরে রোনাল্ডোর টিম।
নিজের টিম নিয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো। তাঁর কথায়, ‘অনেক সময়ই খারাপ পরিস্থিতিগুলোর পার করে ভালো জায়গায় পৌঁছনো যায়। যেমন টটেনহ্যাম ম্যাচে পৌঁছতে পারলাম। টিম যে কিছুটা চাপে ছিল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা জানতাম খুব ভালো করেই যে, সব কিছুর জবাব দেবই। ম্যাচটা আমরা চমৎকার শুরু করেছিলাম। ওই ছন্দটাই ধরে রাখার চেষ্টা করেছিলাম সারা ম্যাচ ধরে। তাতে আমরা সফল।’
রোনাল্ডো শুধু গোল করেননি, করিয়েওছেন। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট রোনাল্ডো বলেছেন, ‘আমার গোল করা, গোল করানো তৃপ্তি দিয়েছে। আর টিমের দিক থেকে বলতে পারি, দুরন্ত খেলেছে সবাই।’