Cristiano Ronaldo: নয়া রেকর্ডে নজর, সৌদি প্রো লিগের চমক নিয়ে কী বললেন রোনাল্ডো?

Portugal: দেশের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও অবধি ১৯৬টি ম্যাচে খেলেছেন এবং ১১৮টি আন্তর্জাতিক গোল করেছেন।

Cristiano Ronaldo: নয়া রেকর্ডে নজর, সৌদি প্রো লিগের চমক নিয়ে কী বললেন রোনাল্ডো?
Cristiano Ronaldo: নয়া রেকর্ডে নজর, সৌদি প্রো লিগের চমক নিয়ে কী বললেন রোনাল্ডো?Image Credit source: Cristiano Ronaldo Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 4:03 PM

লিসবন: প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি প্রো লিগে যখন তিনি খেলতে গিয়েছিলেন সেই সময় ফুটবল বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, ফুটবল বিশ্বে এক বড় পরিবর্তন আনবে এই মহাতারকার সিদ্ধান্ত। ২০২২ সালে কাতার বিশ্বকাপ চলাকালীন পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে ইতি টানেন সিআর সেভেন। ২০২৩ সাল থেকে তিনি সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে খেলেন। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আল নাসেরে যোগ দেওয়ার আগে ক্লাবটার নাম ক’জন জানত? বলা মুশকিল। কিন্তু তিনি এই ক্লাবে খেলার পর থেকে একাধিক ফুটবল প্রেমী যে সৌদি প্রো লিগ (Saudi Pro League) দেখছেন এ কথা হলফ করে বলা যায়। ৩৮ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে জাতীয় দলের হয়ে অনুশীলনে ব্যস্ত। আজ, ২৩ মার্চ গভীর রাতে উয়েফা ইউরো কাপের কোয়ালিফায়ারে খেলতে নামবে পর্তুগাল (Portugal)। লিচেনস্টাইনের বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে রোনাল্ডো জানান, রেকর্ডই তাঁকে এগিয়ে চলার প্রেরণা দেয়। তিনি ইতিহাসের পাতায় নিজের নাম দেখতে চান। একইসঙ্গে তিনি জানান সৌদি প্রো লিগ কতটা প্রতিযোগিতামূলক, তা তিনি জানতেনই না, যদি নিজে সেখানে না খেলতেন। আর কী কী বললেন রোনাল্ডো বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

দেশের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও অবধি ১৯৬টি ম্যাচে খেলেছেন এবং ১১৮টি আন্তর্জাতিক গোল করেছেন। লিচেনস্টাইনের বিরুদ্ধে রোনাল্ডোকে যদি পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ খেলান, তা হলে সিআর সেভেন বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে খেলার ইতিহাস গড়বেন। পর্তুগালের হয়ে ১৯৭তম ম্যাচ খেলতে চলেছেন রোনাল্ডো। আপাতত তিনি দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে খেলা ফুটবলারদের তালিকায় যুগ্মভাবে কুয়েতের আল মুতাওয়ারের সঙ্গে রয়েছেন। আল মুতাওয়ারও দেশের হয়ে ১৯৬টি ম্যাচে খেলেছেন।

দেশের হয়ে রেকর্ড গড়ার আগে রোনাল্ডো বলেছেন, ‘রেকর্ডই আমাকে এগিয়ে চলার প্রেরণা দেয়। আমি ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচে খেলা ফুটবলার হতে চাই। এটা আমাকে সবচেয়ে গর্বিত করবে। আমি এখানেই থেমে থাকতে চাই না। আরও এগিয়ে যেতে চাই।’

৩৮ বছর বয়সেও রোনাল্ডো ক্লাবের হয়ে বিভিন্ন রেকর্ড গড়ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘আমার মনে হয় সকলের সৌদি প্রো লিগকে আলাদা চোখে দেখা উচিত। আমি সকলকে এটা বলছি না যে, এই লিগ প্রিমিয়ার লিগের মতো। এটা বললে মিথ্যে কথা বলা হবে। কিন্তু এই লিগ যথেষ্ট প্রতিযোগিতামূলক। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। একটা ভীষণ গোছানো লিগ। বলা চলে এই লিগের ভারসাম্য রয়েছে, ভালো দল রয়েছে। আমি নিশ্চিত এই লিগ আগামী কয়েক বছরে বিশ্বের সবচেয়ে প্রতিযোগী লিগ গুলির মধ্যে চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ জায়গায় পৌঁছে যাবে।’