Cristiano Ronaldo: অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হতে পারেন নির্বাসিত

লিওনেল মেসি (Lionel Messi) নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কে সেরার সেরা ফুটবলার? এই প্রশ্ন যতটা সহজে করা যায়, উত্তর ততটা সহজে মেলে না। দু'জনই মহাতারকা। বিশ্ব ফুটবলে এই দুই কিংবদন্তির অনুরাগীর অন্ত নেই। ফের দুই তারকা শিরোনামে। আবারও একবার বিরাট বিতর্কে জড়ালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo: অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হতে পারেন নির্বাসিত
অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হতে পারেন নির্বাসিতImage Credit source: AFP
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 3:37 PM

কলকাতা: লাইমলাইটে থাকা তিনি পছন্দ করেন। বিতর্কেও তিনি অনেক বার জড়িয়েছেন। আবারও একবার বিরাট বিতর্কে জড়ালেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসি (Lionel Messi) নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কে সেরার সেরা ফুটবলার? এই প্রশ্ন যতটা সহজে করা যায়, উত্তর ততটা সহজে মেলে না। দু’জনই মহাতারকা। বিশ্ব ফুটবলে এই দুই কিংবদন্তির অনুরাগীর অন্ত নেই। ফের দুই তারকা শিরোনামে। একদিকে এমএলএসে এলএ গ্যালাক্সির বিরুদ্ধে ইন্টার মায়ামি হার থেকে বাঁচিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে আল শাবাবের বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই অবধি ঠিকই ছিল। কিন্তু আল শাবাবের বিরুদ্ধে সৌদি প্রো লিগের ম্যাচের শেষে রোনাল্ডো যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়ে চলছে জোর চর্চা।

আসলে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে আল নাসের জেতার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যার ফলে এ বার বিপাকে সিআর সেভেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে ম্যাচের শেষে রোনাল্ডোকে উদ্দেশ্য করে আল শাবাবের সমর্থকরা ‘মেসি… মেসি…’ স্লোগান দিচ্ছিলেন। যা শুনে রোনাল্ডো প্রথমে দুই কানের পিছনে হাত দিয়ে সেই ধ্বনি শোনার ভঙ্গি করেন। পরক্ষণের তাঁকে দেখা যায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে। যার ফলে প্রবল সমালোচিত হচ্ছেন পর্তুগিজ তারকা।

শোনা যাচ্ছে, অশ্লীল অঙ্গভঙ্গি করার জেরে এ বার শাস্তির মুখে পড়তে চলেছেন রোনাল্ডো। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে চলেছে সৌদি ফুটবল ফেডারেশন। সৌদি আরবের দৈনিক ‘আশহারক আওসাত’ ও ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে যে এই বিষয়টি নিয়ে শীঘ্রই তদন্ত শুরু হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি দোষী প্রমাণিত হন, তা হলে সৌদির ক্লাব আল নাসেরের হয়ে পরবর্তী ম্যাচ থেকে তিনি নির্বাসিত হতেও পারেন। এ বার দেখার শেষ অবধি কী হয়।