Cristiano Ronaldo: রেকর্ড অর্থে মরুদেশেই পা বাড়ালেন রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 01, 2023 | 3:17 PM

বুধবার আল নাসেরের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তারা মাদ্রিদে পৌঁছেছিলেন রোনাল্ডোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে। শুক্রবার চুক্তি পাকাপাকি হয়।

Cristiano Ronaldo: রেকর্ড অর্থে মরুদেশেই পা বাড়ালেন রোনাল্ডো
মরুদেশেই পা বাড়ালেন রোনাল্ডো
Image Credit source: Twitter

Follow Us

দোহা: বিতর্ক, লাইমলাইট যার পিছু ছাড়ে না তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিতর্ককে সঙ্গে নিয়েই বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে গিয়েছিলেন। কাতারকে বিদায়ও জানিয়েছিলেন বিতর্কের সঙ্গেই। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে  মরক্কোর কাছে হেরে চোখের জলে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল সিআর সেভেনের। তবে তিনি আবার মরুদেশেই ফিরছেন। এ বার হাসিমুখে। সৌদির ক্লাব আল নাসেরের (Al-Nassr) হাত ধরে ক্লাব ফুটবলে ফিরছেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো। ক্রিশ্চিয়ানোর সঙ্গে কী চুক্তি হল আল নাসেরের সঙ্গে? তুলে ধরল TV9 Bangla

বিশ্বকাপের মাঝেই ক্লাব ফুটবল নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিআর সেভেন। পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ক্লাবের তরফ থেকেও পাল্টা জবাব এসেছিল। দু’পক্ষের তরজায় এক প্রকার সরগরম ছিল ফুটবল মহল। অবশেষে ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় রোনাল্ডোর। এরপরই রোনাল্ডোর ক্লাব জীবন নিয়ে একাধিক গুজব শোনা যেতে থাকে। তবে বারবারই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি। সৌদির ক্লাব আল নাসেরে যে, যাচ্ছেন তিনি এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শুরুতে ধোঁয়াশা রাখলেও, এখন সব জল্পনার অবসান।

বছর শেষে এল নতুন খবর। সবাইকে চমকে দিয়ে সৌদির ক্লাব আল নাসেরের দিকেই পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার আল নাসেরের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তারা মাদ্রিদে পৌঁছেছিলেন রোনাল্ডোর সঙ্গে চুক্তি করতে। শুক্রবার চুক্তি পাকাপাকি হয়। আগামী ২০৩০ সাল পর্যন্ত ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসেরের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। আগমী আড়াই বছর আল নাসেরের জার্সিতে খেলবেন তিনি। পরবর্তী বছর গুলিতে সৌদির মুখ হতে চলেছেন তিনি। আল নাসেরের তরফে টুইট করে চুক্তির বিষয়টি জানানো হয়েছে। রোনাল্ডো এখন ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার। পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আর অর্থ চান না বরং আরও নাম, যশ, খ্যাতি চান তিনি। তবে সে সব মন্তব্যকে উড়িয়ে দিয়ে অর্থই কি তাঁকে মরুর দিকে ঝুঁকতে বাধ্য করল? ফুটবল মহলে এই প্রশ্নও জোরাল হয়েছে। তবে এটাই রোনাল্ডো প্রেমীদের কাছে স্বস্তির যে, বছর শেষে তাঁদের প্রিয় তারকা এক নতুন ক্লাব পেল।

Next Article