CRO vs BRA Highlights: হেক্সার স্বপ্ন ধূলিস্যাৎ, পেনাল্টি শুট-আউটে হেরে বিদায় ব্রাজিলের

| Edited By: | Updated on: Dec 10, 2022 | 12:59 AM

Croatia vs Brazil, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ২০২২ ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল কোয়ার্টার ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

CRO vs BRA Highlights: হেক্সার স্বপ্ন ধূলিস্যাৎ, পেনাল্টি শুট-আউটে হেরে বিদায় ব্রাজিলের
Image Credit source: Twitter

দোহা: কাতার বিশ্বকাপে নেই ব্রাজিল! হ্যাঁ, এটাই সত্যি। পেনাল্টি শুট-আউটে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে নেইমারদের। শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও ব্রাজিল। ৯০ মিনিটের ফলাফল গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। সমতায় ফেরান পেতকোভিচ। এরপর পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। ব্রাজিলের হেক্সার মিশনের আপাতত ইতি এখানেই। আবারও চারবছরের অপেক্ষা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Dec 2022 11:32 PM (IST)

    টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ক্রোয়েশিয়া

    ১১৬ মিনিট পর্যন্ত ক্রোয়েশিয়ার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ডমিনিক লিভাকোভিচ। অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ার পরও ৭ মিনিটের মধ্যে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকার। জাপানের বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে নায়ক হয়েছিলেন লিভাকোভিচ। এদিনও ক্রোটদের জয়ের নায়ক ২৪ ডমিনিক। পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনালে পা ক্রোয়েশিয়ার। কান্নায় ভেঙে পড়েছেন নেইমাররা। শুক্রবারের এই বিভীষিকার রাত নিশ্চিতভাবে তাড়া করবে মার্কুইনহোসকে।

  • 09 Dec 2022 11:26 PM (IST)

    টাইব্রেকারে দুর্দান্ত ক্রোয়েশিয়া

    ক্রোয়েশিয়া: প্রথম শটে লক্ষ্যভেদ ক্রোয়েশিয়ার। ক্রোয়েশিয়া ১-০ ব্রাজিল

    ব্রাজিল: রড্রিগোর শট আটকে দিলেন লিভাকোভিচ। ক্রোয়েশিয়া ১-০ ব্রাজিল

    ক্রোয়েশিয়া: মায়ারের পেনাল্টি শট ব্রাজিলের জালে। ক্রোয়েশিয়া ২-০ ব্রাজিল

    ব্রাজিল: পেনাল্টি শটে লক্ষ্যভেদ ক্যাসেমিরোর। ক্রোয়েশিয়া ২-১ ব্রাজিল

    ক্রোয়েশিয়া: লুকা মদ্রিচের লক্ষ্যভেদ। ক্রোয়েশিয়া ৩-১ ব্রাজিল

    ব্রাজিল: পেড্রোর পেনাল্টি শট ক্রোয়েশিয়ার জালে। ক্রোয়েশিয়া ৩-২ ব্রাজিল

    ক্রোয়েশিয়া: শট আটকাতে পারলেন না অ্যালিসন বেকার। ক্রোয়েশিয়া ৪-২ ব্রাজিল

    ব্রাজিল: মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। ক্রোয়েশিয়া ৪-২ ব্রাজিল

  • 09 Dec 2022 11:18 PM (IST)

    ছিটকে গেল ব্রাজিল

    পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে হারিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সেলেকাওদের। মুষড়ে পড়েছেন সমর্থকরা।

  • 09 Dec 2022 11:11 PM (IST)

    টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি

    অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ গড়াল পেনাল্টি শুট-আউটে। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার দুর্দান্ত ইতিহাস বনাম পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • 09 Dec 2022 11:04 PM (IST)

    সমতায় ক্রোয়েশিয়া

    নাটকীয় মোড়। ১১৬ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরালেন ব্রুনো পেতকোভিচ।

  • 09 Dec 2022 10:47 PM (IST)

    পেলেকে ছুঁয়ে ফেললেন নেইমার

    ৭৭টি আন্তর্জাতিক গোল নেইমারের। গোলের নিরিখে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলেকে।

  • 09 Dec 2022 10:44 PM (IST)

    গোওওললল…

    ১০৫ মিনিটে পাকুয়েতার সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে দুর্দান্ত গোল নেইমারের।

  • 09 Dec 2022 10:25 PM (IST)

    একস্ট্রা টাইম

    নির্ধারিত সময়ে গোলশূন্য। ক্রোয়েশিয়া-ব্রাজিল ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে।

  • 09 Dec 2022 10:20 PM (IST)

    ৪ মিনিট অ্যাডেড টাইম

    ৯০ মিনিটের খেলা শেষ। ক্রোয়েশিয়া ০-০ ব্রাজিল। ৪ মিনিট অ্যাডেড টাইম। গোল আসবে? ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর ইঙ্গিত।

  • 09 Dec 2022 10:00 PM (IST)

    ৭০ মিনিটের খেলা শেষ

    ব্রাজিলের সব আক্রমণ গিয়ে প্রতিহত হচ্ছে ক্রোয়েশিয়ার দুর্ভেদ্য প্রাচীর লিভাকোভিচে। মাথার উপরে পাকুয়েতার শট রুখে দিলেন। ভিনিকে তুলে রড্রিগোকে নামিয়েছেন কোচ তিতে। ক্রোয়েশিয়া ০-০ ব্রাজিল।

  • 09 Dec 2022 09:49 PM (IST)

    ব্রাজিলের পরিবর্তন

    রাফিনহার পরিবর্তে মাঠে নামলেন অ্যান্টনি।

  • 09 Dec 2022 09:46 PM (IST)

    অনবদ্য় ক্রোটরা

    অনবদ্য লিভাকোভিচ। বক্সের মধ্যে ওয়ান টু ওয়ানে নেইমারের শট রুখলেন ক্রোট গোলকিপার।

  • 09 Dec 2022 09:41 PM (IST)

    ক্রোটদের ত্রাতা লিভাকোভিচ

    চলছে দ্বিতীয়ার্ধের খেলা। গোলের একদম সামনে ভিনির শট দারুণ দক্ষতায় রুখে দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে এই সেভ।

  • 09 Dec 2022 09:19 PM (IST)

    হাফ টাইম

    এডুকেশন সিটি স্টেডিয়ামে বাজল বিরতির বাঁশি। বহু চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেননি না ভিনি জুনিয়র, নেইমাররা। লড়াই চলছে সমানে সমানে। বিরতিতে ক্রোয়েশিয়া ০-০ ব্রাজিল।

  • 09 Dec 2022 09:17 PM (IST)

    গোলের দেখা নেই

    ৪৩ মিনিটে বক্সের সামনে ভিনিশিয়াসকে ফাউল। নেইমারের ফ্রি কিক সোজা গিয়ে ধরা দিল লিভাকোভিচের হাতে।

  • 09 Dec 2022 09:01 PM (IST)

    গোলের অপেক্ষায়

    Brazil

  • 09 Dec 2022 08:55 PM (IST)

    আক্রমণে ব্রাজিল

    ছন্দে ফিরছে সাম্বার দেশ। আক্রমণের পর আক্রমণ। ২১ মিনিটে ভিনির গোলমুখী শট…তবে আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ক্রোয়েশিয়া ০-০ ব্রাজিল।

  • 09 Dec 2022 08:46 PM (IST)

    ক্রোটদের দাপট

    ১০ মিনিট অতিক্রান্ত হয়েছে। ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার দাপট। ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা। বল পজেশনেও এগিয়ে লুকা মদ্রিচরা।

  • 09 Dec 2022 08:32 PM (IST)

    কিক অফ

    এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শেষ আটের পরীক্ষায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

  • 09 Dec 2022 08:18 PM (IST)

    আজ পেলেকে ছোঁবেন নেইমার?

    ৭৫টি আন্তর্জাতিক গোল নিয়ে কাতারে এসেছিলেন নেইমার দ্যা সিলভা স্যান্টোস জুনিয়র। শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে পেলের একদম কাছে পৌঁছে গিয়েছেন নেইমার। ১টা গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেই সেই কীর্তি গড়বেন? নেইমারের পা থেকে একাধিক গোল এলেই ব্রাজিলের সর্বকালের সেরা গোলস্কোরার হওয়ার নজির গড়বেন নেইমার।

  • 09 Dec 2022 08:09 PM (IST)

    ক্রোয়েশিয়ার প্রথম একাদশ

    শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার জয়ে নায়ক ডমিনিক লিভাকোভিচ। এক নজরে ব্রাজিলের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম একাদশ- লিভাকোভিচ, পেরিসিচ, লভরেন, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, ব্রোজোভিচ, পাসালিচ, সোসা, গুয়ার্দিওল, জুরানোভিচ।

  • 09 Dec 2022 08:04 PM (IST)

    সাম্বা ঝলক নাকি ক্রোয়েশিয়ার দাপট?

    TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। কোন দল শেষ চারে জায়গা করে নেবে, তার লড়াই শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এক নজরে দেখে নিন ব্রাজিলের প্রথম একাদশ-অ্যালিসন, এডের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস, রিচার্লিসন।

Published On - Dec 09,2022 7:58 PM

Follow Us: