Mario Mandzukic: অবসর নিলেন মান্দজুকিচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 05, 2021 | 8:02 AM

বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আউট হয়ে আর খেলেননি মান্দজুকিচ। সোশ্যাল নেটওয়ার্কে নিজের অবসরের কথা জানান মান্দজুকিচ।

Mario Mandzukic: অবসর নিলেন মান্দজুকিচ
Mario Mandzukic: অবসর নিলেন মান্দজুকিচ

Follow Us

জাগ্রেব: ফুটবলকে (Football) বিদায় জানালেন মারিও মান্দজুকিচ (Mario Mandzukic)। গত ফুটবল বিশ্বকাপের (World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন ক্রোট সুপারস্টার। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আউট হয়ে আর খেলেননি মান্দজুকিচ। সোশ্যাল নেটওয়ার্কে নিজের অবসরের কথা জানান মান্দজুকিচ।

ইনস্টাগ্রামে (Instagram) ক্রোট তারকা ফুটবলার লেখেন, ‘যখন তুমি প্রথম বার বুট পড়েছিলে, জানতে না ফুটবলে তুমি কি অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছ।’ বিদায়বেলায় নিজের ছেলেবেলাকেই একবার মনে করেন মান্দজুকিচ। তিনি আরও লেখেন, ‘অবসরের সময় তুমি তোমার মুহূর্তগুলোকে বুঝতে পারবে। যখন তুমি বুটজোড়াকে ক্যাবিনেটে তুলে রাখবে, তোমার মধ্যে যেন কোনও আফশোস না থাকে।’

দেশের হয়ে ৮৯ ম্যাচে ৩৩ গোল করেছেন ক্রোট সুপারস্টার। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্তাস, এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। ডায়নামো জাগ্রেবের হয়ে তিন বার ক্রোট লিগ চ্যাম্পিয়ন হয়েছেন মান্দজুকিচ। বায়ার্নের হয়ে দু’বার বুন্দেশলিগা জিতেছেন। জুভেন্তাসের (Juventus) হয়ে চার বার সিরি-এ জিতেছেন মান্দজুকিচ। অবসর ঘোষণার পর সবাই তাঁর প্রশংসা করেন। ক্রোট কোচ জ্লাতকো দালিচ মান্দজুকিচকে ‘ফাইটার’ বলে ডাকতেন। ২০০৪ সালে নিজের শহরের ক্লাব মার্সোনিয়াতে যাত্রা শুরু হয়েছিল মান্দজুকিচের। ২০০৭ সালে সই করেন জাগ্রেবে। ইনস্টাগ্রামে একদম শেষে লেখেন, ‘তুমি যদি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে চাও, তাহলে ১০৯ মিনিটের জন্য নিজেকে তৈরি রেখো।’

আরও পড়ুন: World Cup: ২ বছর অন্তর বিশ্বকাপের ভাবনা ফিফার, সায় নেই উয়েফা-ক্লাবগুলোর

Next Article