FC Barcelona: মাত্র ১ ইউরোর বিনিময়ে সই দানি আলভেজের!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2021 | 9:26 AM

বার্সায় সই করে তিনি বলেন, '৫ বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। ভাবিনি এতটা দেরি হবে। এতটা কঠিন হবে ফেরাটা। কিন্তু আমার মন বলত, একদিন ঠিক ফিরব এই ক্লাবে। আবার ঘরে ফিরতে চলেছি আমি। জানিনা আমার এই পথ কতটা দীর্ঘ হবে কিন্তু আমি চাইব যেন আজীবন এই পথে চলতে পারি।'

FC Barcelona: মাত্র ১ ইউরোর বিনিময়ে সই দানি আলভেজের!
দানি আলভেজ। ছবি: টুইটার

Follow Us

বার্সেলোনা: ভালোবাসা হয়তো একেই বলে। জাভি (Xavi Hernandez) কোচ হয়ে বার্সেলোনায় (FC Barcelona) ফেরার পরই একদা সতীর্থকে ঘরে ফেরার প্রস্তাব দেন। ৩৮ বছরের দানি আলভেজও (Dani Alves) আর সেই প্রস্তাব ফেরাননি। ফিরে এলেন পুরনো ক্লাব বার্সেলোনায়। এখানেই শেষ নয়। সূত্রের খবর, বার্সেলোনায় মাসে ১ ইউরোর বিনিময়ে খেলবেন আলভেজ। এটাই ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা।

সামনের সপ্তাহ থেকেই বার্সেলোনার অনুশীলনে যোগ দিচ্ছেন দানি আলভেজ। তবে নতুন বছরের আগে বার্সার জার্সিতে কোনও ম্যাচ খেলা সম্ভব নয় ব্রাজিলের রাইট ব্যাকের। ১ জানুয়ারির পরই কাতালান ক্লাবের হয়ে খেলতে পারবেন আলভেজ। সাও পাওলোতে খেলার পর গত সেপ্টেম্বরেই ক্লাব ছাড়েন তিনি। এরপর থেকেই ফ্রি ফুটবলার হয়ে যান আলভেজ। বার্সায় সই করে তিনি বলেন, ‘৫ বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। ভাবিনি এতটা দেরি হবে। এতটা কঠিন হবে ফেরাটা। কিন্তু আমার মন বলত, একদিন ঠিক ফিরব এই ক্লাবে। আবার ঘরে ফিরতে চলেছি আমি। জানিনা আমার এই পথ কতটা দীর্ঘ হবে কিন্তু আমি চাইব যেন আজীবন এই পথে চলতে পারি। শীঘ্রই দেখা হবে বার্সেলোনার সমর্থকদের সঙ্গে। প্রথম বারের মতোই আমি উজ্জীবিত। বিশ্বের সেরা ক্লাবকে নতুন ভাবে গড়ে তুলতে সাহায্য করব।’

 

২০০৮ থেকে ২০১৬ টানা ৮ বছর বার্সেলোনায় খেলেছেন দানি আলভেজ। ৩৯১ ম্যাচ খেলেছেন বার্সার জার্সিতে। তার মধ্যে জিতেছেন ৬টা লা লিগা আর ৩টে চ্যাম্পিয়ন্স লিগ। বার্সা ছেড়ে এরপর জুভেন্তাস, প্যারিস সাঁ জাং আর সাও পাওলোয় খেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

আরও পড়ুন: ISL 2021-22: অরিন্দমের হাতেই উঠল লাল-হলুদের নেতৃত্বের ব্যাটন

Next Article