প্রশ্নের মুখে মারাদোনার চিকিৎসক, তদন্ত চলছে 

Nov 30, 2020 | 1:41 PM

দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যুর পর থেকে তাঁর মৃত্যু ঘিরে ধোঁয়াশা বাড়ছে। এর মধ্যেই আর্জেন্টাইন টেলিভিশনে দেখানো হয়েছে, মারাদোনার চিকিৎসক লিওপল্ডো লুকের বাড়িতে এবং ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ।

প্রশ্নের মুখে মারাদোনার চিকিৎসক, তদন্ত চলছে 
চিকিৎসকের সাথে ফুটবলের রাজপুত্র (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : জীবিতকালে তাঁর বর্ণময় চরিত্রের সঙ্গে জুড়ে গিয়েছিল বিতর্কের কালো মেঘ। মৃত্যুর পরেও বিতর্ক ও ধোঁয়াশা বর্তমান। এবার ফুটবল রাজপুত্রের মৃৃত্য়ু ঘিরে শুরু হল নতুন বিতর্ক।  প্রশ্নের মুখে মারাদোনার (Diego Maradona) চিকিৎসকের ভূমিকা।

কিংবদন্তি ফুটবলারের ডেথ সার্টিফিকেটে কেউ স্বাক্ষর করেননি। সেখান থেকেই শুরু চরম ধোঁয়াশার। যা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  এর মধ্যেই একটি আর্জেন্টিনা টেলিভিশনের দাবি , মারাদোনার চিকিৎসক লিওপল্ডো লুকের বাড়িতে এবং ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ।

দ্বিতীয় প্রশ্নের তির , মারাদোনাকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা নার্সদের দিকে। অভিযোগ, ৮৬ বিশ্বকাপের নায়কের দায়িত্ব ঠিকমত তারা  পালন করেনি।  অস্ত্রোপচারের পর মারাদোনাকে পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনরকম ত্রুটি ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।

আরও পড়ুন:‘টি-২০’র অধিনায়কত্ব’ কোহলিকে ‘বিরাট’ তোপ গম্ভীরের

এরই মধ্যে লুকে-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “কিছু লুকোবার নেই”। লুকে জানান , তিনি মারাদোনাকে রোগী হিসেবে নয়, নিজের বাবার মত ভেবে চিকিৎসা করেছেন।

মস্তিস্কে অস্ত্রোপচারের পর মারাদোনার রিহ্যাব সেন্টারে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যেতে রাজি হননি।  চিকিৎসক এজন্য মারাদোনাকে “অনিয়ন্ত্রিত” বলেছেন।

এমার্জেন্সি ফোন পেয়েও মারাদোনার মৃত্যুর দিন তাঁর বাড়িতে প্রায় আধ ঘন্টা পর  দেরিতে আসে অ্যাম্বুলেন্স। তদন্তকারী দলকে এর কারণও খতিয়ে দেখার আবেদন জানান মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা।

 

Next Article