Durand Cup Timings: ডুরান্ডের সেমিফাইনাল, ফাইনালের সময় নিয়ে দ্বিধায়? জেনে নিন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 28, 2023 | 10:02 PM

Durand Cup 2023, Semi-Final: প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া।

Durand Cup Timings: ডুরান্ডের সেমিফাইনাল, ফাইনালের সময় নিয়ে দ্বিধায়? জেনে নিন বিস্তারিত
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: ডুরান্ড কাপের ১৩২তম সংস্করণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। আগামী কাল প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের সময় নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। কলকাতায় গ্রুপ পর্বের ম্যাচগুলি নানা সময়ে শুরু হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের বেশির ভাগ ম্যাচই হয়েছে সন্ধে ৬টা থেকে। যদিও গত ক’দিন ধরে সেমিফাইনাল ও ফাইনালের টাইমিং নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তা পরিষ্কার করে দিল ডুরান্ড কাপের উদ্যোক্তারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড। দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া। জানানো হয়েছিল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল ৪টে থেকে। তা নিয়েই প্রবল ধোঁয়াশা ছিল। অনেক পেজ থেকেই টাইমিং দেওয়া হয়। কোথাও লেখা বিকেল ৪টে আবার কোথাও সন্ধ্যা ৬টা। এ দিন সরকারি ভাবে নিশ্চিত করল ডুরান্ড কমিটি।

একটি ই-মেলে বলা হয়েছে, সেমিফাইনালের ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকেই। শুধুমাত্র ফাইনাল ম্যাচটি হবে বিকেল ৪টে থেকে। এই তিনটি ম্যাচই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সমর্থকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে দেখেই ডুরান্ডের পক্ষ থেকে নিশ্চিত করে দেওয়া হল।

প্রথম সেমিফাইনাল, মঙ্গলবার, ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, সন্ধ্যা ৬টা

দ্বিতীয় সেমিফাইনাল, বৃহস্পতিবার, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, সন্ধ্যা ৬টা

ফাইনাল, ৩ সেপ্টেম্বর, বিকেল ৪টা

Next Article