Mohun Bagan vs FC Goa: ফাইনাল থেকে একটি জয় দূরে, মোহনবাগানে আশঙ্কা আত্মতুষ্টি
Durand Cup 2023, 2nd Semi-Final: অজি বিশ্বকাপারও পারফরম্যান্সে মোহনবাগান সমর্থকদের মন জয় করে নিয়েছেন। সেমিফাইনালের আগেও ভরসা দিয়েছেন সমর্থকদের। আইএসএল ও এএফসি কাপের আগে ডুরান্ড জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার প্রত্য়য় কামিন্সের।
কলকাতা: ডুরান্ড কাপে কি স্বপ্নের ফাইনাল হবে? বাংলার ফুটবল প্রেমীদের প্রত্যাশা সেটাই। নাটকীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। এ মরসুমে একটা ডার্বি হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বদলে দিয়েছে ইস্টবেঙ্গল। টানা আটটি ডার্বি হারের পর এ বার মোহনবাগানকে ১-০ ব্যবধানে হারিয়েছে। ইস্টবেঙ্গল ফাইনালে পৌঁছনোয় নজর মোহনবাগানের দিকে। এফসি গোয়াকে হারাতে পারলেই ডুরান্ডের ফাইনালেও ডার্বি। প্রত্যাশা এবং বাস্তবের মাঝে আশঙ্কা আত্মতুষ্টি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গ্রুপ পর্বে প্রথম দু-ম্যাচ জিতে ভালো জায়গায় ছিল মোহনবাগান। ডার্বিতে হেরে ফের চাপে পড়ে। শেষ অবধি গোল পার্থক্যে নকআউটেও জায়গা করে নেয়। সেখানেই অনবদ্য একটা ম্যাচ ও মুহূর্তের সাক্ষী সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগানের শক্ত গাঁট ছিল মুম্বই সিটি এফসি। এখন ছিলই বলতে হচ্ছে। সাত বারের সাক্ষাতেও মুম্বই সিটিকে হারাতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। সেই মুম্বইকে হারিয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন হুয়ান ফেরান্দোর দল। কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানে জয়। এটা একদিকে যেমন স্বস্তি, আনন্দের, তেমনই আশঙ্কাও। মুম্বইকে প্রথম বার হারানোর আনন্দটা আত্মতুষ্টিতে বদলে যায়নি তো!
মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো অবশ্য এই নিয়েই সতর্ক। কোনও ভাবেই যাতে আত্মতুষ্টি ভিড় না করে, দলকে বারবার বুঝিয়েছেন। এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনাল প্রসঙ্গে ফেরান্দো বলছেন, ‘সামনে আমাদের এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচও আছে। গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে, এএফসির প্রস্তুতিও সারা হবে। গত ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারালেও আমাদের আরও উন্নতি প্রয়োজন। আর মুম্বইয়ের মতো দলকে হারিয়েছি মানেই গোয়াকেও হারাতে পারব, এমন আত্মতুষ্টিতে ভুগতে দিতে রাজি নই। আমরা আত্মবিশ্বাসী, আত্মতুষ্ট একেবারেই নই।’
অজি বিশ্বকাপারও পারফরম্যান্সে মোহনবাগান সমর্থকদের মন জয় করে নিয়েছেন। সেমিফাইনালের আগেও ভরসা দিয়েছেন সমর্থকদের। আইএসএল ও এএফসি কাপের আগে ডুরান্ড জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার প্রত্যয় কামিন্সের।