Durand Cup: ঐতিহ্যের ডুরান্ডের আজ জমকালো শুরু, উদ্বোধনী ম্যাচে নামছে মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 03, 2023 | 7:00 AM

Mohun Bagan vs Bangladesh Army Preview: মোহনবাগান যে স্কোয়াডই নামাক, হেলাফেলা করার এক বিন্দু জায়গা নেই। সে কারণেই শক্তিশালী দল গড়েছে তারা। বাংলাদেশের ফেডারেশন কাপ জয়ী ঢাকা মহমেডান স্পোর্টিং ক্লাবের আট ফুটবলারে লোনে এনেছে আর্মি দল।

Durand Cup: ঐতিহ্যের ডুরান্ডের আজ জমকালো শুরু, উদ্বোধনী ম্যাচে নামছে মোহনবাগান
Image Credit source: Durand Cup Media

Follow Us

ঐতিহ্যের ডুরান্ড কাপ শুরু হচ্ছে আজ। কলকাতা ফুটবলে মরসুম শুরু হয়েছে বেশ কিছু দিন আগেই। এ বার ভারতীয় ক্লাব ফুটবলেও মরসুম শুরু। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ নামছে মোহনবাগান। তাদের প্রথম প্রতিপক্ষ বিদেশি ক্লাব। দীর্ঘ ২৭ বছর পর ডুরান্ডে এ বার খেলবে বিদেশি টিম। তার একটি নামছে আজ। মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল টিম। ম্যাচের আগে রয়েছে জমকলো উদ্বোধনী অনুষ্ঠান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ডুরান্ড কাপের এটি ১৩২তম সংস্করণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে আধণ্টার উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর শীর্ষকর্তাদের পাশাপাশি আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন দেশের অন্যতম ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের উদ্বোধনে।

বাংলাদেশ আর্মি ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক এই ম্যাচের গুরুত্ব খুব ভালো ভাবেই জানেন। মোহনবাগান যে স্কোয়াডই নামাক, হেলাফেলা করার এক বিন্দু জায়গা নেই। সে কারণেই শক্তিশালী দল গড়েছে তারা। বাংলাদেশের ফেডারেশন কাপ জয়ী ঢাকা মহমেডান স্পোর্টিং ক্লাবের আট ফুটবলারে লোনে এনেছে আর্মি দল।

ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগানের হেড কোচ হুয়ান ফেরান্দো অবশ্য দায়িত্বে থাকছেন না। এই ম্যাচেও কোচ হিসেবে দেখা যাবে বাস্তব রায়কে। কলকাতা লিগে বাস্তবের নেতৃত্বে ভালো পারফর্ম করছে মোহনবাগান জুনিয়র দল। মোহনবাগানের সিনিয়র দল খুব বেশিদিন হয়নি প্রস্তুতি শুরু করেছে। তাই তাড়াহুড়ো করতে নারাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। জুনিয়র দল ইতিমধ্যেই লিগে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে এবং নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। ডুরান্ডের প্রথম ম্যাচে সিনিয়র দলের কয়েকজনকে জুড়ে দিয়ে দল গড়া হবে। জুনিয়র ফুটবলাররা কলকাতা লিগের বিভিন্ন প্রতিপক্ষর বিরুদ্ধে নজর কাড়ার পর এ বার বিদেশি দলের কঠিন চ্যালেঞ্জের সামনে।

আজ বিকেল ৫টা নাগাদ শুরু হবে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠান

মোহনবাগান বনাম বাংলাদেশ আর্মির ম্যাচ শুরু বিকেল ৫.৪৫ মিনিটে

টেলিভিশনে সোনি টেন ২-তে সরাসরি সম্প্রচার। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ দেখা যাবে সোনি লিভ-এ

Next Article