কলকাতা: ডুরান্ড কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল। বুধবার আবারও ডুরান্ডের ম্যাচে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ কাশ্মীরের ডাউনটাউন এফসি। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। বুধবারের ম্যাচে মাঠে নামার আগে পুরোপুরি ক্লোজড ডোর অনুশীলনে ডাউনটাউন ম্যাচের মহড়া সারল ইস্টবেঙ্গল। সাংবাদিক বা সমর্থকদের এক মিনিটের জন্যও অনুশীলন দেখতে দেওয়া হয়নি। রাজারহাটে এআইএফএফের এক্সিলেন্স সেন্টারে অনুশীলন করে ইস্টবেঙ্গল। ডাউনটাউন ম্যাচের আগে বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। কিশোরভারতী থেকে তিন পয়েন্ট তুলতে পারলে নক আউটের পথে পা বাড়িয়ে রাখবে ইস্টবেঙ্গল। জম্মু ও কাশ্মীরের দলের বিরুদ্ধে তাই তিন পয়েন্টের জন্যই ঝাঁপাচ্ছে লাল-হলুদ ব্রিগেড।
ডুরান্ডের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান আর ডাউনটাউন। সেই ম্যাচে ১-০ জিতেছিল সবুজ-মেরুন। মোহনবাগান-ডাউনটাউন ম্যাচ দেখতে যুবভারতীতে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ। বিপক্ষের তিন বিদেশি রয়েছে। বাগানের কাছে হারলেও বায়ুসেনাকে হারিয়ে জয়ে ফিরেছে ডাউনটাউন। বুধবারের ম্যাচে মাঠে নামার আগে চোট চিন্তায় জেরবার কুয়াদ্রাত। মঙ্গলবার অনুশীলনে আসেননি ফরোয়ার্ড দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। শেষ কয়েকদিন ধরেই অনুশীলনে আসছেন না তিনি। বলাই যায়, ডাউনটাউনের বিরুদ্ধে তাঁকে পাচ্ছেন না কুয়াদ্রাত। এমনকি ক্লেটন সিলভাও ফিট নন। নন্দকুমারও অনিশ্চিত। ফরোয়ার্ডে ডেভিডের উপরই ভরসা কুয়াদ্রাতের। কাশ্মীরের দলে অধিক উচ্চতার ফুটবলার রয়েছে। যেটা ভাবাচ্ছে লাল-হলুদ কোচকে।
ডাউনটাউন ম্যাচের এগারো দিন পরই বড় ম্যাচ। মরসুমের প্রথম হেভিওয়েট ডার্বি (কলকাতা লিগ ছাড়া)। এখন থেকেই সেই ম্যাচের ব্লু প্রিন্ট তৈরি করছেন কুয়াদ্রাত। তার আগে ডাউনটাউন ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চান ইস্টবেঙ্গল কোচ। লাল-হলুদ কোচ বলছেন, ‘বায়ুসেনার বিরুদ্ধে জয়ের পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। দল এখন ধীরে ধীরে উন্নতি করছে। নক আউটের পথ নিশ্চিত করতে ডাউনটাউনের বিরুদ্ধে ম্যাচ জেতা খুবই দরকার। জেতার জন্য আমরা সর্বত্র ঝাঁপাতে চাই।’