Kolkata Derby: রবিবার কি ডুরান্ডের বড় ম্যাচ হবে? জটিলতা ক্রমশ বাড়ছে

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 17, 2024 | 2:05 PM

Durand Cup 2024:ইতিমধ্যেই ডুরান্ড কাপে (Durand Cup 2024) ডার্বি ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্থানীয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা করছে ডুরান্ড কমিটি।

Kolkata Derby: রবিবার কি ডুরান্ডের বড় ম্যাচ হবে? জটিলতা ক্রমশ বাড়ছে
রবিবার কি ডুরান্ডের বড় ম্যাচ হবে? জটিলতা ক্রমশ বাড়ছে

Follow Us

কলকাতা: হঠাৎ করেই রবিবারের ডুরান্ড ডার্বি (Kolkata Derby) নিয়ে অনিশ্চয়তা। রাজ্যে বর্তমানে আরজি কর কাণ্ড নিয়ে রীতিমতো অপ্রীতিকর অবস্থা। আর এই অবস্থায় বড় ম্যাচ আয়োজন নিয়ে সংশয়ে প্রশাসন। যে কারণে আয়োজক কমিটির সঙ্গে বৈঠক চলছে প্রশাসনিক পদের কর্তাদের। আজ, শনিবার বিকেলের পর ছবিটা পরিষ্কার হতে পারে। ইতিমধ্যেই ডুরান্ড কাপে (Durand Cup 2024) ডার্বি ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্থানীয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা করছে ডুরান্ড কমিটি। অতিরিক্ত সেনা নামিয়ে বাড়তি নিরাপত্তা দিয়ে ডার্বি আয়োজনের মরিয়া চেষ্টা চালাচ্ছে আয়োজক কমিটি।

রাজ্য জুড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে। ‘তিলোত্তমা’-র সুবিচার চেয়ে কলকাতায় মিছিল, মিটিং চলছে। প্রতিবাদে পথে নেমে আসছেন অনেকেই। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, ডুরান্ড কাপে ডার্বি ম্যাচ পিছিয়ে দেওয়া হতে পারে। কলকাতা ডার্বি মানেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ে। এ বার ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা এক হওয়ার ডাক দিয়েছেন। ঠিক কীভাবে?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডুরান্ড ডার্বি নিয়ে কয়েকটি পোস্ট। যেখানে বলা হয়েছে, ১৮ তারিখ দুই গ্যালারি যেন এক হয়। ইস্ট-মোহন সমর্থকরা চাইছেন, আরজি কর ঘটনায় নির্যাতিতা বিচার পাক। ময়দানের লড়াই থাকুক সেখানেই। কিন্তু গ্যালারি মিলে যাক এই ভাবে। এ বার দেখার রবিবার সত্যিই বড় ম্যাচ হয় কিনা।

Next Article